পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
- প্রকাশিত সময় ০৩:৩৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / 103
বৃহস্পতিবার ৫ মে সকাল সাড়ে ৭টায় লালন শাহ সেতুর সংযোগ সড়কের অদূরে মিরকামারি চাঁদ আলী মোড়ে একটি পিকআপ ভ্যানকে অপর একটি মটসাইকেল অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন । বৃহস্পতিবার ৫ মে সকাল সাড়ে ৭টায় লালন শাহ সেতু সংযোগ সড়কের চাঁদ আলী মোড়ে একটি পিকআপ ভ্যানকে অপর একটি মটর সাইকেল অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মটর সাইকেল চালক ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারি গ্রামের সুজন আলীর ছেলে মেহেদী হাসান (২০)। পিকআপ ভ্যানের হেলপার (নাম জানা যায়নি)।
পাকশী হাইওয়ে পুলিশের এসআই বেলাল জানান, তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যানকে মটর সাইকেল চালক অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে মটর সাইকেল চালক মেহেদি হাসানের মৃত্যু হয়। এসময় পিছনে থাকা পিকআপ ভ্যাট নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপারের মৃত্যু হয়।
হেলপারের নাম ও ঠিকানা এখনও জানা যায়নি। এসময় পিকআপের উপরে থাকা দু’জন ও মটর সাইকেলে থাকা আরেকজনসহ তিনজন আহত হয়। ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ কিন্তু চালক পালিয়েছে।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার সান্নাল জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুনঃ
সেচ খরচ বাবদ সিকি ভাগ ফসল আদায়কে কেন্দ্র করে পাবনার চাটমোহরের সেচযন্ত্রমালিক-কৃষক এখন মুখোমুখি
বিশ্বব্যাংক, আইএমএফ থেকে বহিষ্কার এড়াতে ব্রাজিলের সাহায্য চায় রাশিয়া
রাজকীয় প্রত্যাবর্তনে ম্যান সিটিকে বিদায় করে ফাইনালে রিয়াল
ভাঙ্গুড়ায় দুই দিনব্যাপী ঈদ মেলা অনুষ্ঠিত
ঈদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ উপ-কর কমিশনার
সিরাজগঞ্জের তাড়াশে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একজন আটক, প্রাইভেট কার জব্দ করেছে র্যাব-১২
চাটখিলে কড়িহাটি এক্স-স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেন চলবে শুক্রবার থেকে
সেচ খরচ বাবদ সিকি ভাগ ফসল আদায়কে কেন্দ্র করে পাবনার চাটমোহরের সেচযন্ত্রমালিক-কৃষক এখন মুখোমুখি