বাংলাদেশ
বাংলাদেশের অর্থনীতিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাব কতটুকু- প্রকাশিত সময় ০২:৫৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / 125
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ০২:৫৯ রাত, ৬ এপ্রিল ২০২২
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়া এবং ডলারের বিপরীতে টাকার দরপতন হতে পারে। এই যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়বে। এর প্রভাবে দেশে পরিবহনভাড়া ও কৃষি উৎপাদন খরচ বেড়ে যাবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বাড়ারও আশঙ্কা আছে। রাশিয়ায় তৈরি পোশাক রপ্তানিও হুমকির মুখে পড়তে পারে।
বাংলাদেশে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এসব আশঙ্কার কথা বলা হয়েছে। গত বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এই যুদ্ধের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে বিরূপ প্রভাব এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট-২সহ যেসব প্রকল্পে রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বা সমঝোতা স্মারক সই হয়েছে, সেগুলো দীর্ঘসূত্রতার কবলে পড়তে পারে বলে শঙ্কার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি এই যুদ্ধের ফলে ইউরোপজুড়ে উদ্বাস্তু সংকট তৈরি হচ্ছে। ফলে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তা কমে যেতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ফারুক খান প্রথম আলোকে বলেন, বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন নয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব আছে। জাহাজের ভাড়া বেড়ে গেছে। এ ছাড়া কোন কোন ক্ষেত্রে কেমন প্রভাব পড়তে পারে, তা চিহ্নিত করা হয়েছে। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন সংসদীয় কমিটিতে দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে বিকল্প সোর্স খোঁজা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় বিষয়গুলো দেখছে।
আরও পড়ুনঃ
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় ১৮ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে র্যাব-১২
স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীকে খেতে দেওয়া হল তেলাপোকায় খাওয়া কলা
বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
সেচ খরচ বাবদ সিকি ভাগ ফসল আদায়কে কেন্দ্র করে পাবনার চাটমোহরের সেচযন্ত্রমালিক-কৃষক এখন মুখোমুখি
বিশ্বব্যাংক, আইএমএফ থেকে বহিষ্কার এড়াতে ব্রাজিলের সাহায্য চায় রাশিয়া
রাজকীয় প্রত্যাবর্তনে ম্যান সিটিকে বিদায় করে ফাইনালে রিয়াল
ভাঙ্গুড়ায় দুই দিনব্যাপী ঈদ মেলা অনুষ্ঠিত
ঈদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ উপ-কর কমিশনার
সিরাজগঞ্জের তাড়াশে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একজন আটক, প্রাইভেট কার জব্দ করেছে র্যাব-১২
চাটখিলে কড়িহাটি এক্স-স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী