পাবনার বেড়ায় আ. লীগের ২ পক্ষের উত্তেজনা, ৫ পুলিশ সদস্য আহত
- প্রকাশিত সময় ০৪:৩৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / 134
পাবনায় আ. লীগের ২ পক্ষের উত্তেজনা, ৫ পুলিশ সদস্য আহত।
পাবনার বেড়া পৌর এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা থামাতে গিয়ে অন্তত ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বেড়ার কোল ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার স্বতঃকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘাট এলাকা নিয়ন্ত্রণ নিয়ে সাবেক পৌর মেয়র আব্দুল বাতেন ও বর্তমান মেয়র আসিফ সামস রঞ্জনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
ওসি বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষ ঘাট এলাকায় অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সাবেক মেয়রের কর্মীরা অতর্কিতে পুলিশের ওপর হামলা চালায়।’
হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কনস্টেবল মাহাবুবুল বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
তবে পুলিশ উভয় পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।
ওসি অরবিন্দ সরকার বলেন, ‘এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
আরও পড়ুনঃ
বাংলাদেশের অর্থনীতিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাব কতটুকু
মোটরসাইকেল আরোহীর প্রাণ বাঁচাতে নিহত হলেন ট্রাক চালক
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় ১৮ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে র্যাব-১২
স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীকে খেতে দেওয়া হল তেলাপোকায় খাওয়া কলা
বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
সেচ খরচ বাবদ সিকি ভাগ ফসল আদায়কে কেন্দ্র করে পাবনার চাটমোহরের সেচযন্ত্রমালিক-কৃষক এখন মুখোমুখি
বিশ্বব্যাংক, আইএমএফ থেকে বহিষ্কার এড়াতে ব্রাজিলের সাহায্য চায় রাশিয়া
রাজকীয় প্রত্যাবর্তনে ম্যান সিটিকে বিদায় করে ফাইনালে রিয়াল
ভাঙ্গুড়ায় দুই দিনব্যাপী ঈদ মেলা অনুষ্ঠিত
ঈদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ উপ-কর কমিশনার