রাজশাহী ও ঢাকা বিভাগে আবারও স্বাভাবিক গ্যাস সরবরাহ শুরু
- প্রকাশিত সময় ০৫:১৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / 152
রাজশাহী ও ঢাকা বিভাগে আবারও স্বাভাবিক গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষে রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগের সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, হেমায়েতপুর, ধামরাই ও আশপাশের এলাকায় ইতোমধ্যে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যার মধ্যেই গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল, ঈদের রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ৫ মে পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বেশ কিছু এলাকায়। সেই সঙ্গে একই সময় গ্যাস সংকটও থাকবে রাজধানীর বিভিন্ন এলাকায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, গ্যাসের সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত ৩ মে রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছিল তিতাস।
এ সময় সহযোগিতার জন্য গ্রাহকদের ধন্যবাদ জানিয়েছে পিজিসিএল ও জিটিসিএল জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ
পাবনার বেড়ায় আ. লীগের ২ পক্ষের উত্তেজনা, ৫ পুলিশ সদস্য আহত
বাংলাদেশের অর্থনীতিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাব কতটুকু
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় ১৮ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে র্যাব-১২
স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীকে খেতে দেওয়া হল তেলাপোকায় খাওয়া কলা
বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
সেচ খরচ বাবদ সিকি ভাগ ফসল আদায়কে কেন্দ্র করে পাবনার চাটমোহরের সেচযন্ত্রমালিক-কৃষক এখন মুখোমুখি
বিশ্বব্যাংক, আইএমএফ থেকে বহিষ্কার এড়াতে ব্রাজিলের সাহায্য চায় রাশিয়া
রাজকীয় প্রত্যাবর্তনে ম্যান সিটিকে বিদায় করে ফাইনালে রিয়াল
ভাঙ্গুড়ায় দুই দিনব্যাপী ঈদ মেলা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একজন আটক, প্রাইভেট কার জব্দ করেছে র্যাব-১২