ফারিণের কলকাতায় অভিষেক সিনেমায়
- প্রকাশিত সময় ০১:৩৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / 96
অনলাইন বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:২৫ রাত, ৭ এপ্রিল ২০২২
চলচ্চিত্রে অভিনয় করতে চান এমন কথা তাসনিয়া ফারিণের মুখে শোনা গিয়েছিল। বড় পর্দায় দেখা না গেলেও চরকি প্রযোজিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’তে তাঁর অভিষেক প্রশংসিত হয়। এবার বাংলাদেশের নাটকের এই অভিনয়শিল্পীর ভারতের বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটছে।
কলকাতার নামকরা পরিচালক অতনু ঘোষের পরবর্তী চলচ্চিত্র ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় দেখা হবে তাঁর। এরই মধ্যে চুক্তিপত্রে স্বাক্ষরও করেছেন। মে মাসের ২০ তারিখ থেকে লন্ডনের নানা জায়গায় এই চলচ্চিত্রের শুটিং শুরু হবে বলে কলকাতা থেকে জানান অতনু ঘোষ।
‘আরও এক পৃথিবী’ চলচ্চিত্রে অভিনয় নিয়ে কথা বলতে গত মাসে কলকাতায় গিয়েছিলেন তাসনিয়া ফারিণ। তখন পরিচালকের সঙ্গে গল্প নিয়ে আলাপও করেছেন। পরিচালক ফারিণের বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়েছেন। তিনি জানালেন, মোস্তফা সরয়ার ফারুকীর লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজ দেখে ফারিণ মুগ্ধ হন। এরপর যোগাযোগ করেন। অতনু বলেন, ‘আমি মোস্তফা সরয়ার ফারুকীর কাজের খুবই ভক্ত। তার ওয়েব সিরিজ দেখার পর মনে হয়েছিল, আমার নতুন চলচ্চিত্রের জন্য যাঁকে খুঁজছি সে–ই হচ্ছে ফারিণ। তার মধ্যে ধৈর্য্য, অধ্যবসায় ও পড়াশোনা আছে। ক্রিয়েটিভ অঙ্গনে মানুষদের এসব না থাকলে খুব মুশকিল হয়ে যায়। ওর দেখলাম খুবই আছে। আমার এই চলচ্চিত্রে পরিচালক কৌশিক গাঙ্গুলিসহ আরও যে দুজন অভিনেতা হিসেবে আছেন, সবাই বেশ দক্ষ অভিনয়শিল্পী। আমার মনে হয়, চারজনের এই রসায়নটা দর্শকদের কাছে দারুণ প্রাপ্তি হবে।’