নাটোরে দুই বাসের সংঘর্ষে ৭ জনের মৃত্যু
- প্রকাশিত সময় ০২:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / 139
নাটোর ও ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৬ অপরাহ্ন, ৭ এপ্রিল ২০২২
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই বাসের সংঘর্ষে সাতজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি মশিউর রহমান জানান, উপজেলার মহিষভাঙা এলাকার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই বাসের যাত্রী।
হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি বলেন, সিয়াম পরিবহনের একটি বাস ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বিপরীতমুখী ন্যাশনাল এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ন্যাশনাল এন্টারপ্রাইজের বাসটি ছিটকে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে জানান শফিকুল।
স্বতঃকণ্ঠের ঈশ্বরদী প্রতিনিধি জানান, প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল পরিবহণের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিয়াম পরিবহণের দুটি বাস মহিষভাঙা এলাকায় গাজী অটো রাইস মিলের সামনে দুর্ঘটনায় পতিত হয়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন— নাটোর সদরের পাইকের দোল গ্রামের শাহজাহান আলীর ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কাওসার আহমেদ (২০) ও তার ছোট বোন সাদিয়া খাতুন (১৫)। নিহতের চাচা আলমগীর হোসেন দুর্ঘটনাস্থলে এসে তাদের পরিচয় নিশ্চিত করেন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন ও পাশের ক্লিনিকে নেওয়ার পর আরও এক যাত্রী নিহত হন। বাকিদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুনঃ
ঈশ্বরদী-লালপুর রোডে ঈদপরবর্তী কয়েকদিন যাবত প্রচণ্ড যানজটে নাজেহাল মানুষ
ভূয়াপুর ইউপি সচিবের বিরুদ্ধে বয়স সংশোধনী সনদে বেশি টাকা আদায়ের অভিযোগ
শাহজাদপুরে বিপুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানবন্ধন
ফারিণের কলকাতায় অভিষেক সিনেমায়
চীনে স্থগিত এশিয়ান গেমস: হকির বাছাই চলবে, প্রস্তুতিও চলবে বাংলাদেশের
পুঠিয়ার বেলপুকুরে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার
বিরামপুরে গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু
বিনা টিকিটে ভ্রমণ করা রেলমন্ত্রীর ‘আত্মীয়’কে জরিমানা, অতঃপর টিটিই বরখাস্ত
সাঁথিয়ায় স্বপ্নময় পাবনার উদ্যোগে পুরস্কার বিতরনী ও ব্লাড ব্যাংকের উদ্বোধন
পাবনার বেড়ায় আ. লীগের ২ পক্ষের উত্তেজনা, ৫ পুলিশ সদস্য আহত