সিংড়ায় আ.লীগ কর্মীর হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ
- প্রকাশিত সময় ০৪:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / 92
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০০ অপরাহ্ন, ৭ এপ্রিল ২০২২
পূর্ব বিরোধের জের ধরে নাটোরের সিংড়ায় আব্দুর রাজ্জাক (৬৫) নামের এক আওয়ামী লীগ কর্মীর হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা।
শুক্রবার সন্ধ্যা ৭ টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাত ও বাম পা ভেঙ্গে রক্তাক্ত জখম করে মানিক, বাচ্চু, তৌহিদুল, রবিউলসহ প্রতিপক্ষরা।
আহত আব্দুর রাজ্জাক কদমকুড়ি গ্রামের মৃত গরিবুল্লাহর ছেলে। গুরুতর আহত রাজ্জাককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যায় আব্দুর রাজ্জাক ডাহিয়া বাজার থেকে কদমকুড়ি গ্রামে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কদমকুড়ি রাস্তায় কালভার্টের পাশে ওই আ’লীগ কর্মীকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এক হাত ও পা ভেঙ্গে দেয় প্রতিপক্ষরা। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আব্দুর রাজ্জাকের ছেলে মো. মামুন জানান, আমার আব্বা রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। তারপরেও আজ (৭ মে) সকালে হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলার উদ্দেশ্য আমাদের বাড়ির আঙ্গিনায় অবস্থান নেয়। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন সিরাজুল মজিদ বলেন, আহত আব্দুর রাজ্জাক তার ইউনিয়ন আ’লীগের একনিষ্ঠ কর্মী। পূর্ব বিরোধে এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সিংড়া/শহিদুল ইসলাম সুইট
আরও পড়ুনঃ
নাটোরে দুই বাসের সংঘর্ষে ৭ জনের মৃত্যু
ঈশ্বরদী-লালপুর রোডে ঈদপরবর্তী কয়েকদিন যাবত প্রচণ্ড যানজটে নাজেহাল মানুষ
ভূয়াপুর ইউপি সচিবের বিরুদ্ধে বয়স সংশোধনী সনদে বেশি টাকা আদায়ের অভিযোগ
শাহজাদপুরে বিপুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানবন্ধন
ফারিণের কলকাতায় অভিষেক সিনেমায়
চীনে স্থগিত এশিয়ান গেমস: হকির বাছাই চলবে, প্রস্তুতিও চলবে বাংলাদেশের
পুঠিয়ার বেলপুকুরে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার
বিরামপুরে গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু
বিনা টিকিটে ভ্রমণ করা রেলমন্ত্রীর ‘আত্মীয়’কে জরিমানা, অতঃপর টিটিই বরখাস্ত
সাঁথিয়ায় স্বপ্নময় পাবনার উদ্যোগে পুরস্কার বিতরনী ও ব্লাড ব্যাংকের উদ্বোধন