‘যাত্রীর সঙ্গে খারাপ আচরণ করায় টিটিই বরখাস্ত’
টিকিট ছাড়া ভ্রমণ করা যাত্রীরা আমার আত্মীয় নন : রেলমন্ত্রী- প্রকাশিত সময় ০৭:২৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / 148
প্রকাশিত: ০৭:২৪ সন্ধ্যা, ৭ এপ্রিল ২০২২
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা যাত্রীদের প্রসঙ্গে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা যাত্রীরা আমার আত্মীয় নন। ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। নাম ভাঙিয়ে কেউ হয়তো সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
আজ শনিবার গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। নূরুল ইসলাম সুজন বলেন, ‘ঘটনাটি শনিবার সকালেই শুনেছি। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি, ওই টিটিই বিনা টিকিটের যাত্রীদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছেন। সে কারণেই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি বলেন, রেলের দাফতরিক কার্যক্রমের সঙ্গে আমার কোনো সংযোগ নেই। ঘটনার সঙ্গে আমার কোনো আত্মীয় জড়িত নন। রেল কর্মকর্তারা ওই টিটিইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমি কিছুই জানতাম না।’
মন্ত্রী বলেন, ‘বিনা টিকিটের যাত্রী যদি মন্ত্রীর আত্মীয়ও হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। একইভাবে কোনো রেল কর্মকর্তা যদি যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন, তাকেও শাস্তি পেতে হবে। যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করার কারণে টিটিইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
‘মাঝেমধ্যেই টিটিইরা বিভিন্নভাবে যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন, বিভিন্নভাবে হেনস্তা করেন। এমন অভিযোগ আমরা প্রায়ই পাচ্ছি। তবে লোকবল সংকটের কারণে আমরা এসবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারি না। তবে একেবারেই ছাড় দিলে রেলের দুর্নাম হয়ে যায়। তাই টিটিইদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে’, – বলেন তিনি।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ওই জরিমানার ঘটনা ঘটে। পরের দিন বৃহস্পতিবার বিকালে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এদিকে উদ্ভুত পরিস্থিতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, ‘ঘটনাটি ক্ষমতার অপব্যবহারের একটি নির্লজ্জ ও নিকৃষ্টতম উদাহরণ।’
আরও পড়ুনঃ
পাবনার গয়েশপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিংড়ায় আ.লীগ কর্মীর হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ
শাহজাদপুরে কবি আতিক সিদ্দিকীর কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন
নাটোরে দুই বাসের সংঘর্ষে ৭ জনের মৃত্যু
আপত্তিকর অবস্থায় মা ও তার পরকিয়া প্রেমিককে ধরিয়ে দিল মেয়ে
ঈশ্বরদী-লালপুর রোডে ঈদপরবর্তী কয়েকদিন যাবত প্রচণ্ড যানজটে নাজেহাল মানুষ
ভূয়াপুর ইউপি সচিবের বিরুদ্ধে বয়স সংশোধনী সনদে বেশি টাকা আদায়ের অভিযোগ
শাহজাদপুরে বিপুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানবন্ধন
ফারিণের কলকাতায় অভিষেক সিনেমায়
চীনে স্থগিত এশিয়ান গেমস: হকির বাছাই চলবে, প্রস্তুতিও চলবে বাংলাদেশের