টিটিই শফিকুলের বরখাস্ত আদেশ প্রত্যাহার
- প্রকাশিত সময় ০৭:২১:২০ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / 154
প্রকাশিত: ০৭:২১ সন্ধ্যা, ৮ এপ্রিল ২০২২
টিটিই শফিকুলের বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে। রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে রেল ভ্রমণ এবং তাদের জরিমানা করায় ট্রেনের টিটিইকে বরখাস্তের ঘটনায় তদন্ত কমিটির কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের শুরুতেই ওই ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
রোববার (৮ মে) দুপুর ১২টর দিকে নিজ ক্ষমতাবলে টিটিইর বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহিদুল ইসলাম। একই সঙ্গে তদন্ত কমিটির কার্যক্রম আরও দুই দিন বাড়ানো হয়েছে।তিনি জানান, কোনো রকম আত্মপক্ষ সমর্থনের বক্তব্য নেওয়া হয়নি শফিকুল ইসলামের। ফলে বরখাস্তের আদেশ অসংগতি মনে হওয়ায় তা প্রত্যাহার করা হয়।
একই সঙ্গে তিনি তার চলমান দায়িত্ব পালন করবেন। এর আগে শনিবার (৭ মে) ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
রোববার সকাল ১০টা থেকে পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার (ডিসিও) কার্যালয়ে তদন্ত কমিটির কার্যক্রম শুরু হয়। তদন্ত কমিটি তলব করলে এদিন ডিসিও কার্যালয়ে হাজির হন টিটিই শফিকুল ইসলাম, গার্ড ও বিনা টিকিটধারী তিন ট্রেনযাত্রীসহ সংশ্লিষ্টরা। শুরুতেই পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন ও ভুক্তভোগী টিটিই শফিকুল ইসলামের বক্তব্য নেওয়া হয়। এরপরই বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।
একই সঙ্গে তদন্ত কমিটির কার্যক্রম আরও দুই দিন বাড়ানো হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও চলমান ঘটনা ছাড়াও পাকশী রেলওয়ে নানা সমস্যা নিয়ে তদন্ত করবে কমিটি। বিষয়টি জানিয়েছেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহিদুল ইসলাম।
আরও পড়ুনঃ
আগামী নির্বাচন হবে ইভিএমে, আ. লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদারে প্রধানমন্ত্রীর নির্দেশ
গোদাগাড়ী সহকারি কমিশনার (ভূমি)-র অপসারণ চান কলেজ শিক্ষিকা ও মুক্তিযোদ্ধা কন্যা
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের পরিচয় মিলেছে
টিকিট ছাড়া ভ্রমণ করা যাত্রীরা আমার আত্মীয় নন : রেলমন্ত্রী
পাবনার গয়েশপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিংড়ায় আ.লীগ কর্মীর হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ
শাহজাদপুরে কবি আতিক সিদ্দিকীর কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন
নাটোরে দুই বাসের সংঘর্ষে ৭ জনের মৃত্যু
আপত্তিকর অবস্থায় মা ও তার পরকিয়া প্রেমিককে ধরিয়ে দিল মেয়ে
ঈশ্বরদী-লালপুর রোডে ঈদপরবর্তী কয়েকদিন যাবত প্রচণ্ড যানজটে নাজেহাল মানুষ