ভাঙ্গুড়ায় সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে আসা যুবককে ২৫ হাজার টাকা জরিমানা ইউপি চেয়ারম্যানের
- প্রকাশিত সময় ১২:৩১:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / 93
প্রকাশিত: ১২:০৫ রাত, ৯ এপ্রিল ২০২২
পাবনার ভাঙ্গুড়ায় সাবেক স্ত্রীর ডাকে সাড়া দিতে এসে মো. রাশিদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি ও তার সাবেক স্ত্রী কোহিনুর খাতুনকে ইউনিয়ন পরিষদে আটকে রেখে শালিসের মাধ্যমে দুজনের নিকট থেকে প্রায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন মর্মে অভিয়োগ উঠেছে।
পাবনার ভাঙ্গুড়ায় সাবেক স্ত্রীর ডাকে সাড়া দিতে এসে মো. রাশিদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি ও তার সাবেক স্ত্রী কোহিনুর খাতুনকে ইউনিয়ন পরিষদে আটকে রেখে শালিসের মাধ্যমে দুজনের নিকট থেকে প্রায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন মর্মে অভিয়োগ উঠেছে খানমরিচ ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠুর বিরুদ্ধে।
শনিবার (৭ মে) সন্ধ্যার দিকে উপজেলা খানমরিচ ইউনিয়ন পরিষদে ইউপি চেয়রম্যানের কক্ষে এক শালিসের মাধ্যমে এই জরিমানা আদায় করা হয়। বিষয়টি স্থানীয়দের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছে। রাশিদুল ইসলাম পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার দত্তখারুয়া গ্রামের বাসিন্দা ও কহিনুর উপজেলার খানমরিচ ইউনিয়নের পূর্বরাম নগর গ্রামের বাসিন্দা ও দুই সন্তানের জননী। এর আগে দুপুরের দিকে তাদের দুজনকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়।
অনুসন্ধ্যানে জানা গেছে, খানমরিচ ইউনিয়নের পূর্বরাম নগর এলাকার বাসিন্দা ও জনৈক ব্যক্তির স্ত্রী মোবাইল ফোনের সূত্র ধরে প্রেমে সম্পর্ক গড়ে ওঠে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা দত্তখারুয়া গ্রামের বাসিন্দা রাশিদুল ইসলামের সাথে।
প্রেমের এক পর্য়ায়ে তারা বিবাহ বন্ধানে আবদ্ধ হন এবং বেশ কিছুদিন সংসার করেন। এর পর রাশিদুলের ঘরে আগের স্ত্রী ও সন্তান থাকার কারণে তাদের মধ্যে তেমন বনিবনা হচ্ছিল না। ফলে প্রায় আড়াই মাস আগে তাদের মধ্যে ছাড়া ছাড়ি হয়ে যায়।
এর পর থেকে কোহিনুর খাতুন তার পিতার বাড়ি পূর্ব রামনগরেই অবস্থান করছিল। কিন্তু তাদের মধ্যে মুঠোফোনে যোগাযোগ বিদ্যমান ছিল। তারই ধারাবাহিকতকায় গত শনিবার দুপরের দিকে রাশিদুল ইসলাম দত্তখারুয়া থেকে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের পূর্বরামনগর এলাকার পার্শ্ববর্তী শিয়ালবাড়ি এলাকায় আসলে তার সাবেক স্ত্রী কহিনুর খাতুনও সেখানে যায়। তাদের দুজনের কথা বলার এক পর্যায়ে স্থানীয় কতিপয় লোকজন তাদের আটক করে খানমরিচ ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
সেখানে ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠুকে বিষয়টি জানালে তিনি ইউনিয়ন পরিষদে রাশিদুল ইসলাম ও কহিনুর খাতুনকে আটকে রাখার পরামর্শ দেন। পরে সন্ধ্যার দিকে ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠুর নেতৃত্বে এক শালিসীর নামে রাশিদুল ইসলামকে ২০ হাজার টাকা ও কোহিনুর খাতুনের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন। এসময় ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠুসহ কয়েকজন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
সাধারণ বিষয়ে কৌশলে তাদের নিকট থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচানার সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, দোষ করলে এক জন করেছে তাহলে দুই জনের জরিমানা হয় কিভাবে? অন্যদিকে তারা আরও জানান, সাবেক স্ত্রী ফোনের মধ্যেমে রাশিদুল ইসলামকে ডেকে এনেছেন। এতে তার দোষ কোথায়?
ঘটনার বিষয়ে রাশিদুল ইসলাম জানান, তার সাবেক স্ত্রীর মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে দেখা করতে এসেছিলেন। এ ব্যপারে কোহিনুর খাতুনকে জিজ্ঞাসা করলে সাংবাদিকদের নিকট তিনি তার কোন সমস্যার কথা বলতে রাজি হন নি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু বলেন, হালকার উপর জরিমানা করে ছেড়ে দিয়েছি। তবে কি পরিমাণে জরিমানা করেছেন তা তিনি বলতে রাজি হন নি।
ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, এব্যপারে থানায় কেউ অভিযোগ করেন নি।
ভাঙ্গুড়া/আব্দুর রহিম
আরও পড়ুনঃ
বিরামপুরে বিশ্ব মা দিবস পালিত
শার্শায় গৃহবধূ শিখার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকান্ড
টিটিই শফিকুলের বরখাস্ত আদেশ প্রত্যাহার
আগামী নির্বাচন হবে ইভিএমে, আ. লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদারে প্রধানমন্ত্রীর নির্দেশ
গোদাগাড়ী সহকারি কমিশনার (ভূমি)-র অপসারণ চান কলেজ শিক্ষিকা ও মুক্তিযোদ্ধা কন্যা
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের পরিচয় মিলেছে
টিকিট ছাড়া ভ্রমণ করা যাত্রীরা আমার আত্মীয় নন : রেলমন্ত্রী
পাবনার গয়েশপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিংড়ায় আ.লীগ কর্মীর হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ
শাহজাদপুরে কবি আতিক সিদ্দিকীর কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন