চাটখিলে দেবরদের অত্যাচারে বিধবা নারী ৩ কন্যাসহ ভিটে ছাড়া
- প্রকাশিত সময় ০৬:৪৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / 116
প্রকাশিত: ০৬:৩৯ সকাল, ৯ এপ্রিল ২০২২
নোয়াখালীর চাটখিলে দুই সন্ত্রাসী দেবরের অত্যাচারে স্বামীর ভিটা ছেড়ে এক বিধবা নারী তার ৩ কন্যাকে নিয়ে অন্যত্র পালিয়ে বেড়াতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ওই নারী রেহানা আক্তার রোববার ৮মে দুপুরে চাটখিল বাজারস্থ আজিজ সুপার মার্কেটের ৫ম তলায় তাদের ভাড়া বাসায় সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, তার স্বামীর নাম কামাল হোসেন। তার বাড়ি চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামে। ২০১৭ সালের ৭ ডিসেম্বর তার স্বামী মারা যান। তার পর থেকেই তিনি শ্বশুর বাড়ীর নির্যাতনের শিকার হয়ে আসছেন। মৃত্যু কালে তার স্বামী তিন কন্যা সন্তান রেখে যান। তিনি বলেন, কোন ছেলে সন্তান না থাকায় আমার দেবর কবির হোসেন মনীর(৫৫) ও নজরুল ইসলাম রিপন(৪৫) তাদের সম্পত্তি জোরপূর্বক দখলের পায়তারা করছে। কিন্তু স্বামী মৃত্যুর পূর্বেই তার সকল সম্পত্তি আমার নামে রেজিস্ট্রি করে দিয়ে যান। এই ঘটনায় দুই দেবর ক্ষিপ্ত হয়ে আমাদের উপর নানা রকম অত্যাচার শুরু করে।
তিনি আরও জানান, তাদের অত্যাচার সহ্য করতে না পেরে তিনি তার সন্তানদের নিয়ে দীর্ঘ দিন থেকে বাসা ভাড়া নিয়ে চাটখিল শহরে বসবাস করেন। কিন্তু স্বামীর বাড়ীতে বসবাসের উদ্দেশ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট ন্যায় বিচার চেয়ে আসছেন তিনি। তাদের পরামর্শে বাড়ীতে গেলে আমার দেবররা তাকে এবং তার কন্যাদের কযেক দফা মারধর করে। এমনকি মেয়েদের পিছে বখাটে ছেলেদের লেলিয়ে দেয়। তারা বিভিন্ন খারাপ প্রস্তাব দেয় ফলে মেয়েদের স্কুল কলেজে যাওয়া বন্ধ হয়ে যায়।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, স্বামীর পরিবারের লোকদের এমন অত্যাচারে তিনি খুবই ভেঙ্গে পড়েছেন। এমন অবস্থায় তিনি স্বামীর দেওয়া সম্পত্তি বিক্রি করে নিরাপদ কোথাও বসবাস করার সিদ্ধান্ত নেন এবং মেয়েদের সাথে পরার্মশ করে জমি বিক্রি করে দেন। কিন্তু তাদের অত্যাচারের কারণে সেই জমি যারা কিনেছে তাদের বুঝিয়ে দিতেও পারছেন না। গত মার্চ মাসে তিনি ছোট মেয়েকে নিয়ে বাড়িতে গেলে তার দেবর সন্ত্রাসী মনীর তার লোকজন নিয়ে দীর্ঘ ১মাস ১০ দিন তাদেরকে গৃহবন্দি করে রাখে। এই দীর্ঘ সময়ে তিনি ও তার ছোট মেয়ে মুক্তা ঘরের মধ্যেই টয়লেট, গোসল ও খাওয়া-দাওয়া করতে বাধ্য হয়। পরে ঈদের দিন কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন মা-মেয়ে।
তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নিকট তাদের উপর এহেন জুলুমের ন্যায় বিচার দাবি করেন ও স্বামীর দেওয়া সম্পত্তিতে পুর্ণ অধিকার চান।
সংবাদ সম্মেলনে তিনি ছাড়াও তার দুই কন্যা সুমাইয়া আক্তার ও মুক্তা উপস্থিত ছিলেন।
চাটখিল/সোহেল
আরও পড়ুনঃ
চাটখিলে বাইক দুর্ঘটনায় নিহত হলেন বিশ্ববিদ্যালয় ছাত্র তুষার
শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উদ্বোধন প্রতিমন্ত্রীর
তাড়াশে বিশ্ব মা দিবস পালিত
ভাঙ্গুড়ায় সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে আসা যুবককে ২৫ হাজার টাকা জরিমানা ইউপি চেয়ারম্যানের
বিরামপুরে বিশ্ব মা দিবস পালিত
শার্শায় গৃহবধূ শিখার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকান্ড
তাড়াশে বেকার মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
টিটিই শফিকুলের বরখাস্ত আদেশ প্রত্যাহার
আগামী নির্বাচন হবে ইভিএমে, আ. লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদারে প্রধানমন্ত্রীর নির্দেশ
গোদাগাড়ী সহকারি কমিশনার (ভূমি)-র অপসারণ চান কলেজ শিক্ষিকা ও মুক্তিযোদ্ধা কন্যা