ন্যায় বিচারের স্বার্থে
- প্রকাশিত সময় ০৯:২৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / 155
খবরে জানা গেল, টিটিই শফিকুলের বরখাস্তের আদেশ অবৈধ তাই আদেশটি প্রত্যাহার করা হয়েছে। প্রজাতন্ত্রের একজন কর্মচারিকে আত্নপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে শুধুমাত্র মোবাইলে আভিযোগ শুনে এ ধরনের বরখাস্তের আদেশ যে কর্মকর্তারা দিয়েছেন এটি কি যথাযথভাবে করেছেন?
শুধু এটুকুই বলব – বড় পদে থেকে এধরনের দায়িত্ব-জ্ঞানহীনতার পরিচয় দেওয়ার জন্য তাদের প্রতি শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ ন্যায় বিচারের স্বার্থে অতীব জরুরী।
দেশবাসী গণমাধ্যমে ইতোমধ্যে অবগত হয়েছেন যে রেলের একজন নিম্নপদস্থ কর্মচারি যিনি ট্রেনে ট্রেনে ভ্রাম্যমান টিকিট চেকারের দায়িত্ব পালন কালে একজন বিনাটিকিটের যাত্রীকে রেলের নিয়ম মেনে টিকিট করিয়ে উপযুক্ত আসনে বসবার ব্যবস্থা করার দায়ে তাকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়। একজন তৃতীয়পক্ষের ফোন পেয়ে বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা চলন্ত ট্রেনেই মোবাইল ফোনেই টিটিই-কে বরখাস্তের কথা জানান।
পদস্থ কর্মকর্তারা সর্বতোভাবেই যে ভুল কাজ করেছেন, অভিযোগের প্রেক্ষিতে তাদেরই একজন অধীনস্ত কর্মচারিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকেও বঞ্চিত করেছেন। এই প্রক্রিয়া মনে হয় মধ্যযুগের বর্বর যুগের শাসনকেও হার মানিয়েছে। এধরনের কর্মকর্তা রাষ্টীয় রেল ব্যবস্থাপনায় যুক্ত থাকুক তা দেশবাসী চায় না।
আমরা এই রেল কর্মকর্তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানাই।