দুর্যোগপুর্ণ আবহাওয়ায় কৃষিতে করণীয়
- প্রকাশিত সময় ০৩:১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / 156
তুষার কুমার সাহা
প্রকাশিত: ০৩:০৫ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২২
দুর্যোগপুর্ণ আবহাওয়ায় কৃষিতে করণীয়ঃ
• বোরো ধান ৮০% পরিপক্ক হলে দ্রুত সংগ্রহ করে ফেলুন।
• মুগডাল পরিপক্ক হলে সংগ্রহ করে ফেলুন।
• নিরাপদ স্থানে কর্তিত ফসল সরিয়ে নিতে না পারলে , জমিতে কাটা ফসলের গাদা তৈরি করুন এবং পলিথিন দিয়ে ঢেকে রাখুন যাতে প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতি না হয়।
• যত তাড়াতাড়ি সম্ভব পরিপক্ক সবজি ও ফল সংগ্রহ করুন।
• সেচ নালা পরিষ্কার রাখুন যাতে ফসলের জমিতে পানি জমে না থাকে।
• জমির আইল উঁচু করে দিন যাতে পানির স্রোতে দন্ডায়মান ফসল ক্ষতিগ্রস্ত না হয়।
• সেচ সার, বালাইনাশক প্রয়োগ বন্ধ রাখুন।
• খামারের সমস্ত পণ্য নিরাপদ স্থানে রাখুন।
• আখের দন্ডায়মান ঝাড় বেঁধে রাখুন, ফল গাছ বিশেষ করে কলা গাছের জন্য খুঁটির ব্যবস্থা করুন।
• পুকুরের চারপাশে জাল দিয়ে ঘিরে রাখুন যাতে ভারী বৃষ্টির কারণে মাছ বের হয়ে যেতে না পারে।
• গবাদি পশু এবং হাঁস-মুরগি নিরাপদ এবং শুকনো জায়গায় রাখতে হবে।
• ছোট ছোট ফল গাছে খুঁটির ব্যবস্থা করুন।
বিস্তারিত তথ্যের জন্য উপজেলা কৃষি অফিস বা উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিন। অথবা আরো তথ্যের জন্য www.ais.gov.bd, www.dae.gov.bd, www.bari.gov.bd, www.bmd.gov.bd সহ অন্যান্য কৃষি বিভাগের ওয়েবসাইট ব্যবহার করুন।
জনস্বার্থে প্রচারিত।
– তুষার কুমার সাহা,সহকারী তথ্য অফিসার,কৃষি তথ্য সার্ভিস, পাবনা।
আরও পড়ুনঃ
ব্যবসার সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশে ভার্চুয়াল বিজনেস প্রেজেন্স প্ল্যাটফর্ম প্রবর্তন করা হচ্ছে : আইসিটি প্রতিমন্ত্রী পলক
পাবনার বেড়ায় সন্ত্রাস খুন দুর্নীতি চাঁদাবাজি প্রতিরোধে সংবাদ সম্মেলন
QRIUS-এর সহযোগিতায় সাকিব আল হাসানের রিলায়েবল কমোডিটি এক্সচেঞ্জ কোং দ্বারা সুইস তৈরি ২৪-কে মিন্টেড সোনার বার চালু করেছে
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগ
গ্লোবাল স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা পর্ষদে বাংলাদেশী শেখ রিফাদ
পাবনা সংবাদ পরিক্রমা-৩
ইয়াসমিন আক্তার নিপা রেলমন্ত্রীর স্ত্রীর মামাতো বোন নয়, বান্ধবী
চাটখিলে বাইক দুর্ঘটনায় নিহত হলেন বিশ্ববিদ্যালয় ছাত্র তুষার
শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উদ্বোধন প্রতিমন্ত্রীর
তাড়াশে বিশ্ব মা দিবস পালিত