পাবনায় জমিজমা নিয়ে বিরোধ : হত্যা চেষ্টায় হামলা
- প্রকাশিত সময় ০৭:২১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / 77
পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২০ সন্ধ্যা, ১০ এপ্রিল ২০২২
পাবনায় জমিজমা নিয়ে বিরোধ হত্যা চেষ্টায় হামলা।
পাবনার সদর উপজেলা মালঞ্চি ইউনিয়নের মাহমুদপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে হত্যারচেষ্টায় হামলা অভিযোগ চিহিৃত সন্ত্রাসী ভূমিদস্যু শাহিন ও পাঞ্জাব রিরুদ্ধে। গত রবিবার (০৮ মে) সকাল ১০ টায় মো: সিদ্দিকুর রহমানের বাড়িতে এঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে সিদ্দিকুর রহমান জানান, জমিজমা নিয়ে ভূমিদস্যু শাহিন ও পাঞ্জাব আলী সাথে বিরোধ চলে আসছে। গত রবিবার শাহিন ও পাঞ্জাব ৬/৭জন দেশীও অস্ত্রসস্ত্র নিয়ে আমার বাড়িতে আসে। কথা কাটাকাটির এক পর্যায় আমাকে ও আমার ছেলেদের মারপিট শুরু করে। এসময় আমিসহ আমার ছেলে রিপনসহ বেশ কয়েক জন গুরুত্বর আহত হয়। স্থানীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসি উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এসময় ঘরে থাকা নগদ টাকা ও মোবাইল স্বার্ণের জিনিস নিয়ে যায় এবং যাওয়া সময় আমাদের একটি কারখানা ভাঙচুরও চলায়।
তিনি আরো বলেন, এলাকার চিহিৃত ভূমিদস্যু শাহিন, পাঞ্জাবের সাথে জমিজমা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিলো। আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার করার জন্য এই হামলা চালায় সে। আমি এখন পুরো পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এই ঘটনায় অভিযুক্তদেন দূষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এঘটনার মদকদাতা মো: হান্নান মোল্লার ছেলে মহব্বত চৌধুরীর অনুসারে শাহিন ও পাঞ্জাব এলাকায় ২০থেকে ২৫জন সাধারণ পরিবারের জমি দখল করেছে তারা। তাদের বিরুদ্ধে থানায় ১০টির বেশি মামলা রয়েছে বলে জানা গেছে ।
সদর থানার ওসি তদন্ত আবুল কালাম ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ
ঈশ্বরদী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
একরাতে অসহায় প্রতিবন্ধীর অনুদানের ও তার জামাইয়ের মোটর চালিত ২টি ভ্যান চুরি
মাথাপিছু আয় বেড়ে ২৮২৫ ডলার, জিডিপি প্রবৃদ্ধি ৭.২৫%
দুর্যোগপূর্ন আবহাওয়ায় কৃষিতে করনীয়
ব্যবসার সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশে ভার্চুয়াল বিজনেস প্রেজেন্স প্ল্যাটফর্ম প্রবর্তন করা হচ্ছে : আইসিটি প্রতিমন্ত্রী পলক
পাবনার বেড়ায় সন্ত্রাস খুন দুর্নীতি চাঁদাবাজি প্রতিরোধে সংবাদ সম্মেলন
QRIUS-এর সহযোগিতায় সাকিব আল হাসানের রিলায়েবল কমোডিটি এক্সচেঞ্জ কোং দ্বারা সুইস তৈরি ২৪-কে মিন্টেড সোনার বার চালু করেছে
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগ
গ্লোবাল স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা পর্ষদে বাংলাদেশী শেখ রিফাদ
পাবনা সংবাদ পরিক্রমা-৩