মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিঃ-এর গ্রিনসিটিতে ফরিদা টাওয়ারে ছাত্রী নিবাস উদ্বোধন
- প্রকাশিত সময় ১২:৩১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / 144
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪ রাত, ১১ এপ্রিল ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে সবার জন্য সুপরিকল্পিত আবাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও পরিকলল্পিত বাসযোগ্য নগরী গড়ে তোলাই হচ্ছে বর্তমান সরকারে অন্যতম লক্ষ্য। গত রোববার মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিঃ এর গ্রিনসিটিতে ফরিদা টাওয়ারে ছাত্রী নিবাস উদ্বোধনকালে উপস্থিত বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাবনা শহরের বিশিষ্ট সমাজসেবক মাহাতাব বিশ্বাস সব শ্রেণির মানুষের সামর্থের মধ্যে যে সুপরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তুলছেন তা পাবনা শহরের সম্পদ ও সৌন্দর্য। এ শহরের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে তা বিরাট ভ‚মিকা রাখবে। তিনি ছাত্রীদের সুন্দর আবসের কথা ভেবে স্ত্রীর নামে নির্মিত ফরিদা টাওয়ারে ছাত্রী নিবাসের ব্যবস্থা করেছেন। এটাও তার একটা দৃষ্টান্তমূলক কাজ।
এর আগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে নির্মানাধীন ফরিদা টাওয়ারের আঙিনায় অতিথিদের স্বাগত জানান বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লি: এর ব্যবস্থাপনা পরিচালক মাহাতাব উদ্দিন বিশ্বাস। নির্মানাধীন ফরিদা টাওয়ারের নির্মাণ পরিকল্পনা দেখে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় মাহাতাব বিশ্বাস জানান, সুন্দর, পরিকল্পিত ও বাসযোগ্য শহর গড়ে তোলাই আমার লক্ষ্য। তিনি বলেন, শহরের আবাসন ব্যবস্থায় আমরা একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। এজন্যই গ্রিনসিটি, ফরিদা টাওয়ারের নির্মাণ চলছে।
এ সময় অন্যান্যের মধ্যে প্রস্তাবিত মাস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লি: এর পরিচালক (অর্থ) অধ্যাপক মাসুদুজ্জামান বিশ্বাস বিপুল, পরিচালক (প্রশাসন) আসাদুজ্জামান বিশ্বাস শিপুল, পরিচালক অধ্যাপিকা মাফরুহা আফরোজা স্বআতী, পরিচালক এ্যাড. ফারজানা বিশ্বাস রোমি, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লি: এর প্রশাসনিক কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রকৌশলী দীপু বিশ্বাস ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ
পাবনায় জমিজমা নিয়ে বিরোধ : হত্যা চেষ্টায় হামলা
ঈশ্বরদী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
একরাতে প্রতিবন্ধীর অনুদানের ও স্বামীর মোটর চালিত ২টি ভ্যান চুরি
মাথাপিছু আয় বেড়ে ২৮২৫ ডলার, জিডিপি প্রবৃদ্ধি ৭.২৫%
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কৃষিতে করণীয়
ব্যবসার সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশে ভার্চুয়াল বিজনেস প্রেজেন্স প্ল্যাটফর্ম প্রবর্তন করা হচ্ছে : আইসিটি প্রতিমন্ত্রী পলক
পাবনার বেড়ায় সন্ত্রাস খুন দুর্নীতি চাঁদাবাজি প্রতিরোধে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
QRIUS-এর সহযোগিতায় সাকিব আল হাসানের রিলায়েবল কমোডিটি এক্সচেঞ্জ কোং দ্বারা সুইস তৈরি ২৪-কে মিন্টেড সোনার বার চালু করেছে
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগ
গ্লোবাল স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা পর্ষদে বাংলাদেশী শেখ রিফাদ