পুঠিয়ার বানেশ্বরে চারটি গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পামওয়েল জব্দ : গ্রেফতার ৪
- প্রকাশিত সময় ০১:২৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / 124
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৪ রাত, ১১ এপ্রিল ২০২২
পুঠিয়ার বানেশ্বরে চারটি গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পামওয়েল জব্দ করা হয়েছে। গ্রেফতার হয়েছে ৪ জন।
মঙ্গলবার বিকাল এসব গুদামে আভিযান শুরু করে রাজশাহী জেলা পুলিশ ও পুঠিয়া থানা পুলিশের একটি যৌথ বাহিনী।
এসময় অভিযানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম জানান, অভিযানের সময় চারটি গুদামে ৪৫৪ ড্রামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পামওয়েল তেল পাওয়া গেছে।
এর মধ্যে সরকার এন্ড সন্সের গোডাউনে ৭৪ ড্রাম এবং তার গোডাউনের সামনে ট্রাকে থাকা ৬০ ড্রাম, এন্তাজ স্টোরের গুদামে ১৪২ ড্রাম, মেসার্স পাল এন্ড ব্রাদার্সের গোডাউনে ৭৫ ড্রাম ও বিয়া ব্রাদার্সের গুদামে ১০৩ ড্রাম তেল জব্দ করা হয়। এর মধ্যে ২৪ হাজার ৬৬৮ লিটার সয়াবিন ও ৬৭ হাজার ৯৩২ লিটার পামওয়েল রয়েছে।
একই সাথে সরকার এন্ড সন্সের বিকাশ সরকার (৫৮), এন্তাজ স্টোরের ইমদাদু হক (৪৫), পাল এন্ড সন্সের শৈলেন কুমার পাল (৬৫) , রিমা স্টোরের রাজিব সাহা (৩৭) ও ট্রাক ড্রাইভার লিটন (২৫ )-কেও আটক করা হয়। প্রতি ড্রামে রয়েছে ২০৪ লিটার তেল।
অভিযানে থাকা একজন পুলিশ কর্মকর্তা জানান, ব্যবসায়ীরা তেলগুলো মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মজুদদারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে বলেও এ কর্মকর্তা জানান।
মাহাতাব বিশ্বাসের গ্রিনসিটিতে ছাত্রী-নিবাস উদ্বোধন
পাবনায় জমিজমা নিয়ে বিরোধ : হত্যা চেষ্টায় হামলা
ঈশ্বরদী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
একরাতে প্রতিবন্ধীর অনুদানের ও স্বামীর মোটর চালিত ২টি ভ্যান চুরি
মাথাপিছু আয় বেড়ে ২৮২৫ ডলার, জিডিপি প্রবৃদ্ধি ৭.২৫%
দুর্যোগপূর্ন আবহাওয়ায় কৃষিতে করনীয়
ব্যবসার সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশে ভার্চুয়াল বিজনেস প্রেজেন্স প্ল্যাটফর্ম প্রবর্তন করা হচ্ছে : আইসিটি প্রতিমন্ত্রী পলক
পাবনার বেড়ায় সন্ত্রাস খুন দুর্নীতি চাঁদাবাজি প্রতিরোধে সংবাদ সম্মেলন
QRIUS-এর সহযোগিতায় সাকিব আল হাসানের রিলায়েবল কমোডিটি এক্সচেঞ্জ কোং দ্বারা সুইস তৈরি ২৪-কে মিন্টেড সোনার বার চালু করেছে
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগ