তিন দিনব্যাপী শাহজাদপুরে কবিগুরুর ১৬১তম জন্মদিনের নানা আয়োজনের শেষটা ছিল বৃষ্টিভেজা দিন
- প্রকাশিত সময় ০১:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / 88
আতাউর রহমান পিন্টু শাহজাদপুর, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:৪৭ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২২
তিন দিনব্যাপী শাহজাদপুরে কবিগুরুর ১৬১তম জন্মদিনের নানা আয়োজনের শেষটা ছিল বৃষ্টিভেজা দিন।
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে কবির ১৬১তম জন্মদিন পালন উপলক্ষে ৩দিনের অনুষ্ঠানমালার শেষদিন ছিল গত মঙ্গলবার।
এদিন বৈশাখ মাসের অঝোর ধারায় বৃষ্টির মধ্যে শেষ হয় সমাপনী অনুষ্ঠান। এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
কবির ১৬১তম জন্মদিন উপলক্ষ্যে গত রবিবার ৩দিনের নানা অনুষ্ঠানমালা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি।
৩দিনের কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল সংগীত, চিত্রাংকন, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতা। উপজেলা শিল্পকলা একাডেমি, শাহজাদপুর, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, উপজেলা শিল্পকলা একাডেমি কামারখন্দ ও রায়গঞ্জ, জেলা শিল্পকলা একাডেমি সিরাজগঞ্জ।
সমাপনী অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. মোঃ শাহ আজম, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, রাজশাহী মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু প্রমুখ। সমাপনী
দিনে বিকেলে আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গীতিনাট্য ও সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি’র) শিক্ষক ও শিক্ষার্থীরা।
বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত
ভারতীয় প্রেমিক হত্যা মামলায় প্রেমিকার যাবজ্জীবন
পুঠিয়ার বানেশ্বরে চারটি গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পামওয়েল জব্দ : গ্রেফতার ৪
মাহাতাব বিশ্বাসের গ্রিনসিটিতে ছাত্রী-নিবাস উদ্বোধন
পাবনায় জমিজমা নিয়ে বিরোধ : হত্যা চেষ্টায় হামলা
ঈশ্বরদী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
একরাতে প্রতিবন্ধীর অনুদানের ও স্বামীর মোটর চালিত ২টি ভ্যান চুরি
মাথাপিছু আয় বেড়ে ২৮২৫ ডলার, জিডিপি প্রবৃদ্ধি ৭.২৫%
দুর্যোগপুর্ণ আবহাওয়ায় কৃষিতে করণীয়
ব্যবসার সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশে ভার্চুয়াল বিজনেস প্রেজেন্স প্ল্যাটফর্ম প্রবর্তন করা হচ্ছে : আইসিটি প্রতিমন্ত্রী পলক