ফুলবাড়ীতে ভোজ্যতেল মজুত বিরোধী অভিযানে দু’ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
- প্রকাশিত সময় ১১:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / 99
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬ রাত, ১১ এপ্রিল ২০২২
দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের বিভিন্ন দোকানে ভোজ্যতেল মজুতবিরোধী অভিযান চালিয়ে ১২ কার্টুন ভোজ্যতেল সয়াবিন উদ্ধারসহ দুই প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর আড়াইটায় ভোজ্যতেল মজুতবিরোধী অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মমতাজ বেগম।
একইসাথে পাঁচটি প্রতিষ্ঠানে সামান্য ভোজ্যতেল মজুত পাওয়ায় সেগুলো তাৎক্ষণিকভাবে ক্রেতাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে পূর্বে উৎপাদনকৃত তেল মজুদ রেখে বেশি মূল্যে বিক্রির দায়ে ফুলবাড়ী পৌর বাজারের ভাই ভাই ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং একই এলাকার নিমাই ট্রেডার্সকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মমতাজ বেগম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পূর্বে উৎপাদনকৃত তেল মজুত রেখে ভোক্তাদের জিম্মি করে বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ফুলবাড়ী পৌর শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে উল্লেখিত টাকার অর্থদÐসহ উদ্ধারকৃত ভোজ্যতেল ক্রেতা সাধারণের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে। পণ্যের মূল্যে দেখে কেনার জন্য ক্রেতা সাধারণের প্রতি তিনি আহবান জানান।
এসময় দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কম্পিউটার অপারেটর এরশাদ আলীসহ ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পেট ভরে গোস্ত-ভাত খেলেন ঈশ্বরদীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
নাটোরে টিএমএসএসের কর্মসূচি বাস্তবায়নের কৌশল আলোকপাত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
তিন দিনব্যাপী শাহজাদপুরে কবিগুরুর ১৬১তম জন্মদিনের নানা আয়োজনের শেষটা ছিল বৃষ্টিভেজা দিন
বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত
ভারতীয় প্রেমিক হত্যা মামলায় প্রেমিকার যাবজ্জীবন
পুঠিয়ার বানেশ্বরে চারটি গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পামওয়েল জব্দ : গ্রেফতার ৪
মাহাতাব বিশ্বাসের গ্রিনসিটিতে ছাত্রী-নিবাস উদ্বোধন
পাবনায় জমিজমা নিয়ে বিরোধ : হত্যা চেষ্টায় হামলা
ঈশ্বরদী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান