সুজানগরের শীর্ষ সন্ত্রাসী খোকন শেখ গ্রেপ্তার
- প্রকাশিত সময় ১০:০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / 92
সুজানগর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৭ পূর্বাহ্ন, ১২ এপ্রিল ২০২২
পাবনার সুজানগর উপজেলা হাটখালী ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী খোকন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মে) সুজানগর থানা পুলিশ চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানাতে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। খোকন গ্রেপ্তার হওয়ার সংবাদে এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেন। খোকন শেখ ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য।
শীর্ষ সন্ত্রাসী খোকন দ্বারা নির্যাতিত ভুক্তভোগী নারী মোছা: সুফিয়া খাতুন অভিযোগ করে বলেন, গত (১৫ এপ্রিল) শুক্রবার রাত ১০টায় হাটখালী চরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে উৎপেতে থাকা খোকনসহ ৬/৭জন সন্ত্রাসী সিএনজি চালকে মারধর করছিলো। আমার ভাসুর মোঃ তোকমান শেখ সিএনজির চালকে মারার কারণ জানতে চাইলে তাকেও বেধরক মারপিট করে খোকন গ্রæপের সন্ত্রাসীরা। এসময় অন্যরা বাধা দিতে গেলে তাদেরকেও আঘাতকরা হয়। ঘটনায় তোকমান, কাদেরসহ বেশ কয়েক জন গুরুত্বর আহত হন।
এই ঘটনায় সুফিয়া খাতুন নিজে বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেন। এই অভিযোগের আলোকেবেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু আসামীরা জামিন নিয়ে এসে আরো বেপরোয়া হয়ে উঠে। তারা বাদী পক্ষের কাছে তোকমান ও সুফিয়া খাতুনের কাছে ২লাখ টাকা চাঁদা দাবি করে পূর্বের মামলা তুলে নেওয়ার হুমকি প্রদান করেন। শীর্ষ সন্ত্রাসী খোকন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এলাকায় এমন কোন অপকর্ম নেই যে তার সঙ্গে তার সম্পৃক্ততা নেই। সন্ত্রাসী খোকন এলাকায় সাধারণ মানুষের জমি দখল, চাঁদাবাজি, মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে আসছে এই ইউপি সদস্য সন্ত্রাসী খোকন ও তার দলবল। ভূক্তভোগী পরিবারের সদস্যরা সন্ত্রাসী খোকনের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। শীর্ষ সন্ত্রাসী খোকনের দূষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।
জানা যায় সমব্প্রতি সময়ে হয়ে যাওয় হাটখালি ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ডে যে সকল মেম্বর প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করতে চেয়েছিলেন তাদের উপর অমানবিক নির্যাতন করেছে এই খোকন। এ ছাড়া সকল বাধা অতিক্রম করে আব্দুল আলিম মোল্লা নামে একজন প্রার্থী নির্বাচনের মনোনয়ন ফর্ম তুললে খোকন ও তার দলবল নিয়ে প্রার্থীর বাড়ি গিয়ে মনোনয়ন পত্র ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে মানুষের সামনে অগুনে পুড়িয়ে দেন মননোয়ন পত্র। একই সাথে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে নির্বাচন থেকে সরে যেতে বলে। পরে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয় এই খোকন। তা ছাড়া হাটখালি ইউনিয়নের চেয়ারম্যানের সাথে হাত মিলিয়ে সরকারের দেওয়া সকল বরাদ্দ লুটপাট করছে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এদিকে সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, আমরা অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতমধ্যে দুইজন আসামীকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় টহল পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। জনপ্রতিনিধি হয়ে সাধারণ মানুষকে নির্যাতন করলে আইনগত ভাবে বিষয়টি দেখা হবে।
সুজানগরে অবৈধ সয়াবিন তেল মজুদদার ঘোস স্টোরকে ১ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে ভোজ্যতেল মজুত বিরোধী অভিযানে দু’ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
পেট ভরে গোস্ত-ভাত খেলেন ঈশ্বরদীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা
পাবনার কশিনাথপুরে ২ কোটি টাকা মুল্যের ১০ বিঘা জমি অবৈধভাবে দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
নাটোরে টিএমএসএসের কর্মসূচি বাস্তবায়নের কৌশল আলোকপাত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
তিন দিনব্যাপী শাহজাদপুরে কবিগুরুর ১৬১তম জন্মদিনের নানা আয়োজনের শেষটা ছিল বৃষ্টিভেজা দিন
বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত
ভারতীয় প্রেমিক হত্যা মামলায় প্রেমিকার যাবজ্জীবন
পুঠিয়ার বানেশ্বরে চারটি গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পামওয়েল জব্দ : গ্রেফতার ৪