কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
- প্রকাশিত সময় ০৮:০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / 290
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক প্রবাসীর স্ত্রীকে (২৬) গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে নাগবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য (মেম্বর) মোশারফ মিয়ার (৪৮) বিরুদ্ধে।
নির্যাতন চলাকালে এলাকার কেউ একজন ৯৯৯ এ ফোন দিয়ে অবহিত করলে পুলিশ ওই গৃহবধূকে কাঁঠাল গাছে বাঁধা অবস্থায় উদ্ধার করে।
১২ মে (বুধবার) সকালে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের মরিচা পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নির্যাতিতা গৃহবধূ বলেন, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য মোশারফ আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সম্প্রতি রমজান মাসে রাতে রান্না করার সময় ইউপি সদস্য মোশারফ ও তার বন্ধুকে নিয়ে গৃহবধূর মুখ চেপে ধরে কুপ্রস্তাব দিয়ে দেয়। এ সময় ডাক-চিৎকার করলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে ১৯ এপ্রিল ওই গৃহবধূ টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে গৃহবধূ জানান।
এবিষয়ে ইউপি সদস্য মোশারফ মিয়া বলেন, আমার ওপর এগুলো মিথ্যে ষড়যন্ত্র। আমি কোনভাবেই এই ঘটনার সাথে জড়িত নই।
কালিহাতী থানার এসআই রাজু বলেন, খবর পেয়ে গৃহবধূকে উদ্ধার করা হয়। নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য মোশারফের স্ত্রী শিল্পী বেগমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ইউপি সদস্য মোশারফ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নবীনগর খড়িয়ালায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১
কুষ্টিয়ায় যুব জোটের নেতাকে হাত-পায়ের রগ কেটে হত্যা
বিদায়ী পবিত্র ঈদে যাতায়াতে দেশের সড়ক-মহাসড়কে ৩৭২টি দুর্ঘটনায় নিহত ৪১৬ আহত ৮৪৪
ডিআরএম পাকশীতে না থাকায় তদন্ত রিপোর্ট জমা হয়নি
কাটাছেঁড়া বা সার্জারিতে টক খাওয়া যাবে না
ভাঙ্গুড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট আয়োজনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত
সলঙ্গায় বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটে দিশেহারা কৃষক
বিরামপুরে বাংলাদেশে অনুপ্রবেশকালে ফেন্সিডিল ও ইয়াবাসহ এক যুবক আটক
বেড়া-সাঁথিয়ায় অবৈধভাবে মজুদকৃত ৩ হাজার ৫২৬ লিটার সয়াবিন তেল উদ্ধার ডিবি’র
কামরুলকে গুলি করে মোটরসাইকেলে চড়ে পালিয়ে গেল দুর্বৃত্ত