মারা গেছেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-র প্রেসিডেন্ট
- প্রকাশিত সময় ০৭:০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / 99
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০৭ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২২
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন। শুক্রবার (১৩ মে) আমিরাতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ওয়াম এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। শেখ খলিফার মৃত্যুর পর তাৎক্ষণিকভাবে এখনও পরবর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়নি। খবর আল জাজিরার।
প্রেসিডেন্টের মৃত্যুতে দেশব্যাপী ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট বিষয়ক মন্ত্রণালয়। রাষ্ট্রীয় শোক চলাকালে দেশটির পতাকা অর্ধনমিত রাখা হবে এবং আগামী তিনদিন সকল মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ থাকবে।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শেখ খলিফা। এর জেরে বহুদিন ধরেই জনসম্মুখে দেখা যায়নি তাকে। এ ছাড়া প্রেসিডেন্টের কোনো ছবিও প্রকাশ্যে আসেনি। ২০০৪ সালে বাবা শেষ জায়েদের স্থলাভিষিক্ত হন শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। এর প্রায় একদশক পর হৃদরোগে আক্রান্ত হলে জনসাধারণের থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যান তিনি।
শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে আগামীকাল শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।
আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়ে বলা হয়, কাল সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন ও দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
সব মসজিদে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হবে। এ ছাড়া, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনা করা হবে।
পাবনায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালন
পাবনার বেড়া সিএনবি বাজারে বিষাক্ত আমের ছড়াছড়ি
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এবং সম্পাদক সৈয়দ ইশতিয়াক আরিফ
পাবনায় এ্যাডভোকেট আঃ আজিজের স্মরণসভা অনুষ্ঠিত
বিরামপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
কোল্ড অ্যালার্জি ও ঠান্ডা লাগার লক্ষণগুলির পার্থক্য জানুন
সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা : আদম বেপারী গ্রেফতার
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও ইউএনপি নেতা রনিল বিক্রমাসিংহে
রাণীনগরে ৫ দিনেও মামলার প্রধান আসামি অধরা, বাদীকে আসামিদের হুমকি
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ