সয়াবিন তেল নিয়ে কারসাজি, আদালতে মামলা দায়ের
- প্রকাশিত সময় ১২:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / 85
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২২
দেশের ভোজ্যতেল আমদানিকারক আটটি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে সরকারি সংস্থা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
স্বাধীন অনুসন্ধানের পর গত বুধবার প্রতিষ্ঠানটি প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করার স্বার্থে কোম্পানিগুলোর বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে এ মামলা করেছে।
এর মধ্যে প্রতিষ্ঠানগুলোকে মামলার শুনানিতে অংশ নিতে নোটিশও পাঠানো হয়েছে।
কোম্পানিগুলো হলো:
🟩সিটি এডিবল অয়েল লিমিটেড (তীর),
🟩বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (রূপচাঁদা),
🟩মেঘনা ও ইউনাইটেড এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড (ফ্রেশ),
🟩 বসুন্ধরা অয়েল রিফাইনারি মিল (বসুন্ধরা),
🟩শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পুষ্টি),
🟩এস আলম সুপার এডিবল অয়েল কোম্পানি লিমিটেড (এস আলম),
🟩প্রাইম এডিবল অয়েল লিমিটেড (প্রাইম) ও
🟩গ্লোব এডিবল অয়েল লিমিটেড রিয়্যাল শেফ)।
মামলার বিষয়টি নিশ্চিত করে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম বলেন, ‘শুধু ভোজ্যতেল নয়, অন্য যেকোনো পণ্যের ক্ষেত্রেও যদি সিন্ডিকেট বা নিয়ন্ত্রণের অভিযোগ পাওয়া যায়, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
কমিশন সূত্র বলছে, প্রতিষ্ঠানটির আইনে স্বপ্রণোদিত হয়ে মামলা করার এখতিয়ার আছে। প্রাথমিক তদন্তে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যেসব অসামঞ্জস্য পাওয়া গেছে, সেগুলোর বিষয়ে আগামী ১৮ ও ১৯ মে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জামাকাপড় দীর্ঘদিন নতুন রাখার উপায়
মারা গেছেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-র প্রেসিডেন্ট
পাবনায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালন
পাবনার বেড়া সিএনবি বাজারে বিষাক্ত আমের ছড়াছড়ি
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এবং সম্পাদক সৈয়দ ইশতিয়াক আরিফ
পাবনায় এ্যাডভোকেট আঃ আজিজের স্মরণসভা অনুষ্ঠিত
বিরামপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
কোল্ড অ্যালার্জি ও ঠান্ডা লাগার লক্ষণগুলির পার্থক্য জানুন
সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা : আদম বেপারী গ্রেফতার
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও ইউএনপি নেতা রনিল বিক্রমাসিংহে