নাটোরের লালপুরে ইজিবাইক চালকের লাশ উদ্ধার!
- প্রকাশিত সময় ১২:৪৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / 54
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে কদিমচিলান এলাকায় রাস্তার পাশের আখের জমি থেকে খোরশেদ আলম মিলন(৩৫) নামে এক ইজিবাইক চালকের কাদা মাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে বড়াইগ্রাম উপজেলা বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা গ্রামের ফখরুল আলমের ছেলে।
রবিবার (১৫মে) সন্ধায় এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জ ইন্সপেক্টর ফারুখ হোসেন তালাশ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পরে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজী, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সিদ্দিক, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ঘটনাস্থল পরির্দশন করেন।
এসময় বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজী জানান, ইজিবাইক চালক গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন, তার পরিবার এ সংক্রান্তে বড়াইগ্রাম থানাকে অবহিত করলে আমরা গত কাল থেকেই তাকে খোঁজ করতে থাকি।
আজ সন্ধ্যায় খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসি, নিহতের পরিবার লাশ সনাক্ত করেছে, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করতেই এই হত্যাকান্ড, আমরা দ্রুত সময়ের মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করবো।