টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- প্রকাশিত সময় ০৫:১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / 128
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৫ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২২
সোমবার (১৬ মে) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী মো. রিয়াজ উদ্দিন (৩৫) ঘাটাইল উপজেলার গারো বাজার এলাকার বশির উদ্দিনের ছেলে। তিনি জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আলী আহমদ। তিনি জানান, ১০ হাজার টাকা যৌতুকের জন্য রিয়াজ উদ্দিন ২০০৯ সালের ১০ আগস্ট তার স্ত্রী লিজা আক্তারকে (২০) মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় লিজাকে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন ২৭ আগস্ট লিজা মারা যান। তিনি ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে।
এ ঘটনায় লিজার ভাই আজাহার আলী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুলতান ওই বছরের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার এ রায় ঘোষণা করেন।
টাঙ্গাইল/ইভান
তদন্ত প্রতিবেদনে টিটিই শফিকুল নির্দোষ
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে জাতীয় স্বাধীনতা পার্টি
পাবনার এক উজ্জ্বল নক্ষত্র : জ্যোতির্বিজ্ঞানী জব্বার মল্লিক
বিরামপুরে ৩ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালপুরে ইজিবাইক চালকের লাশ উদ্ধার
আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে ফাঁস লাগিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
দুই মোটরসাইকেলের সংঘর্ষ, আহত মা–মেয়েসহ তিনজনকে চাপা দিল ট্রাক্টর
ঈশ্বরদী উপজেলা হেলথ কমপ্লেক্স জঞ্জাল মুক্ত করার নির্দেশ নূরুজ্জামান বিশ্বাস এমপি’র
একাত্তরে পাবনার ডেমরা বধ্যভূমিতে পাক বাহিনীর হত্যাযজ্ঞে ৮০০ শহীদ স্মরণে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন