পাবনার সাঁথিয়ায় শিয়াল কামুড়ে ১৫টি গরু-ছাগল আহত পশু হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে হতাশ ভুক্তভোগিরা
- প্রকাশিত সময় ০৯:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / 67
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় শিয়াল কামুড়ে আহত করেছে ১৫টি গরু-ছাগল। ঘটনাটি ঘটেছে গত রোববার দিনগত রাতে উপজেলার নন্দনপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার শংকরপাশা গ্রামের লোকজন প্রতিদিনের ন্যায় গত রোববার দিনগত রাতে গোয়াল ঘরে গরু-ছাগল
রেখে ঘুমিয়ে পড়ে।
হঠাৎ করে ওই রাতে শিয়াল ঘোয়াইল ঘরে ডুকে ১৫/১৬টি গরু-ছাগলকে কামড়িয়ে আহত করেছে। উপজেলার শংকরপাশা গ্রামের আলহাজ¦ মাহাতাব উদ্দিন বলেন,
ঘটনার দিনগত রাতে হঠাৎ করে গরু ডাকাডাকিতে উঠে দেখি শিয়াল আমার বকন বাছুরকে কামড়াচ্ছে। আমাদের আসা দেখে শিয়াল পালিয়ে যায়।
একই কায়দায় আলতাবের ১টি গরু, কামরুলের ১টি গরু,২টি ছাগল,আফাজ মন্ডলের ২টি গরু, হাশেমের ১টি গরু, ৩টি ছাগল, আমজাদ মোল্লার ১টি গরু, ১টি ছাগল, মোন্নাফের ২টি ছাগলকে একদল শিয়াল কামড়িয়ে আহত করেছে।
আহত গরুর চিকিৎসা নিতে এসে পশু হাসপাতালে গরু-ছাগলের ভ্যাকসিন না পেয়ে হতাশ হয়ে পরি। পরে বাজার থেকে অধিক মূল্যে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিতে হয়েছে।
তারা দুঃখ প্রখাশ করে বলেন, সাঁথিয়া পশু হাসপাতালে কোন ডাঃ পাওয়া যায়নি। সহকারীদের মাধ্যমে চিকিৎসা নিয়ে হতাশায় ভুক্তভোগি পরিবারগুলো।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (আঃদাঃ) ডাঃ জহুরুল ইসলাম বলেন, ক্ষেপা শিয়াল, কুকুর, বেজি, বিড়াল কামড়ালে জলাতংক রোগ হয়। এজন্য ক্ষতস্থানে দ্রুত কাপুড়কাচা সাবান দিয়ে প্রায় ৩০ মিনিট যাবৎ ধুয়াতে হয়। শিযাল, কুকুর,বেজি ও বিড়াল কামড়ালে দ্রুত ভ্যাকসিন
দিতে হবে।