নওগাঁর রাণীনগরে কেনা দামের চেয়ে ৩৫ টাকা বেশি দামে তেল বিক্রি, জরিমানা
- প্রকাশিত সময় ০৫:৪৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / 83
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৫ অপরাহ্ন, ১৮ মে ২০২২
নওগাঁর রাণীনগরে কেনা দামের চেয়ে কেজিতে ৩৫ টাকা বেশি দামে (খোলা) সয়াবিন তেল বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে আরেক প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৮ মে) দুপুরে উপজেলার আবাদপুকুর বাজারে ভোক্তা অধিকারের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এ সময় শামীম হোসেন বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে দুপুরে ওই বাজারে অভিযান চালানো হয়।
অভিমান চলাকালে ওই বাজারের আকাশ ষ্টোরের মালিক (খোলা) সয়াবিন তেল ক্রয়ের ভাউচার অনুযায়ী ১৭৫ টাকা কেজিতে ক্রয় করেন। কিন্তু তিনি অতিরিক্ত মুনাফার লাভের আশায় ২১০ কেজিতে সেই খোলা তেল বিক্রি করছিলেন। এই জন্য ওই ষ্টোরের মালিক মোফাজ্জল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং কেনা দামের চেয়ে কেজিতে ৫টাকা বেশি দামে ৪ ব্যারেল (খোলা) সয়াবিন তেল উপস্থিত সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও বলেন, এছাড়াও একই বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সাথী ষ্টোরের মালিক শাহজাহান আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল মান্নান ও আবাদপুকুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অর্থবছর শেষ হওয়ার আগেই-৩১ মে’র ভিতর নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা
পাবনায় আদিবাসীদের স্বীকৃতি দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার বিচার ও ১৬ দফার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও : স্মারকলিপি প্রদান
রেলওয়ে গেইট কিপার ও পোর্টার পদে অনুত্তীর্ণ ২৬০ জনের নিয়োগ চেয়ে আইনি নোটিশ জটিলতা বাড়াবে : রেলওয়ে পোষ্য সোসাইটি
মারিউপোলের পতন : রাশিয়ার কাছে ২৬৫ ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ
সরকারের উন্নয়নমূলক কাজের জন্য বিনামূল্যে ব্যবহারের অনুমোদন নিয়ে প্রতিদিন ৫০ লক্ষ টাকার বালু বিক্রির অভিযোগ
পাবনার আটঘরিয়ায় ৫হাজার ১শ ৬৫ হেক্টর জমিতে পাটের আবাদ
ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন
নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
৪ বছরের মেয়েশিশুকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার
অন্ধ, বিকলাঙ্গ, পঙ্গু, প্রতিবন্ধি, গরীব, দু:স্থ ও অসহায় মানুষের বন্ধু পাবনার প্রফেসর আবুল হোসেন মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদধূলি চান তার প্রতিষ্ঠানে