সাঁথিয়ায় হত্যা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে জীবন নাশের হুমকি ও সাক্ষীকে মারধর
- প্রকাশিত সময় ০৬:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / 91
বার্তা সংস্থা পিপ (পাবনা)
প্রকাশিত: ০৬:১৭ অপরাহ্ন, ১৯ মে ২০২২
সাঁথিয়ায় হত্যা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে জীবন নাশের হুমকি ও সাক্ষীকে মারধর
পাবনা সাঁথিয়ায় হত্যা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে জীবন নাশের হুমকি ও মামলার সাক্ষীকে মারধর করার অভিযোগ পাওয়া গিয়েছে।
জানা যায়, ২০১১ সালের ৯ অক্টোবর রাত ১১ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে দোপমাছ গ্রামের জয়েন শেখের ছেলে দরিদ্র কৃষক তোরাব আলী শেখ (৩৫) কে একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে মাসুদ রানা(২৫)হাসুয়া দিয়ে কুপিয়ে পেটের নাড়ী- ভূড়ী বের করে দেয়। এ সময় তার মা এগিয়ে এলে কাস্তি দিয়ে কোপে তার ৩ টি আঙ্গুল কেটে যায় এবং স্ত্রীকে লাঠিপেটা করে হাত ভেঙ্গে দেয়। উভয়দের চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তোরাবের অবস্থার অবনতি হলে উন্নতি চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় এবং ওখানেই মারা যায়। ৪ জনকে আসামি করে মামলা হলে কোটে থেকে জামিন নিয়ে এসেই মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখান ও জীবন নাশের হুমকি দেয়। তাছাড়া সাক্ষীদের মামলায় সাক্ষী না দেবার জন্য চাপ দেয়। মামলার ৪ নং সাক্ষী একই গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে আশরাফুল আলম কে সাক্ষী না দেবার জন্য চাপ এবং দু পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর ধারাবাহিকতায় আশরাফুল আলম গত ০৯/০৩/২০২২ ইং তারিখে মাসুদ রানা গং মারপিট করে। পরের দিন তার ভাতিজা সেনাবাহিনীতে কর্মরত ইমরান হোসেন কে পথ রোধ করে তার চাচা আশরাফুল আলম যেন সাক্ষী না দেয় এ জন্য চাপ সৃষ্টি করে এবং এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ ব্যাপারে উভয় পক্ষ থানায় অভিযোগ দেন। থানা কর্তৃপক্ষ তদন্তে উভয়দের অভিযোগুলো সত্য নয় মর্মে কেস নথি করেননি।
এ প্রসঙ্গে মাসুদ রানাদের ব্যপারে জানতে চাইলে গ্রামের বৃদ্ধ আঃখালেক বলেন,আসামী মাসুদ রানা এলাকার ত্রাস ও সন্ত্রসী ,তিনি সব সময় ঝগড়া ফ্যাসাদ নিয়ে থাকে এবং মাদকাস্কত।তাছাড়া তার চাচা রইচের নামে থানায় হত্যা ও ডাকাতির অভিযোগ রয়েছে।আর সাক্ষ্যদের যে হুমকি ধুমকি এবং বাদিকে মামলা তুলে নেবার জন্য চাপ দিচ্ছে তা গ্রামের সকলেই অবগত আছে।
পাবনার ভাঙ্গুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ চেষ্টা
চাটমোহরের ফৈলজানায় লোকমান হোসেন মেম্বারের মধ্যযুগীয় সালিশ ও সন্ত্রাসী কর্মকান্ড
আটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা : ১-০ গোলে মাজপাড়া বিজয়ী
লস্করপুরে ২৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সজিব মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব-১২
ভারতে আনন্দলোক সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন জয়া আহসান
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি ঢাকায় আসছেন
পাকশী রেলওয়ে সদরদপ্তরের বাণিজ্যিক কর্মকর্তা আলোচিত নাসির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও ৭৫ লাখ টাকার চেক জালিয়াতিসহ নানা অভিযোগ
নওগাঁর রাণীনগরে কেনা দামের চেয়ে ৩৫ টাকা বেশি দামে তেল বিক্রি, জরিমানা
অর্থবছর শেষ হওয়ার আগেই-৩১ মে’র ভিতর নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা
পাবনায় আদিবাসীদের স্বীকৃতি দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার বিচার ও ১৬ দফার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও : স্মারকলিপি প্রদান