ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার

- প্রকাশিত সময় ১২:৫৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / 266
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪২ রাত, ১৯ মে ২০২২
নবীনগরে ভুয়া সেনা সদস্য মনির আটক।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ভুয়া সেনা সদস্যেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সে নেত্রকোনার ৮নং ওয়ার্ডের নাগরা গ্রামের আঃ রহমানের ছেলে মনির মিয়া (৩০)।
এঘটনায় নবীনগর পৌর এলাকার সোহাতা গ্রামের হেলাল মিয়ার স্ত্রী বিলকিস বেগম বুধবার সন্ধ্যায় বাদী হয়ে থানায় মামলা করেন।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে নবীনগর বাজারে স্বর্ন ক্রয় করতে যায় ফুফুকে নিয়ে বাদী বিলকিস বেগম। ওই স্বর্নের দোকানে তাদের সাথে ভুয়া সেনা সদস্য মনিরের পরিচয় হয়। পরিচয়ে তাদের নম্বরও নিয়ে যায়। পরদিন শুক্রবার দুপুরে মনির বাদীকে ফোন দিয়ে কলেজ পাড়ার বাদীর ফুফুর বাড়ি যায়। সেখানে গিয়ে ফুফু নিলুফা বেগমের মুখে একটি সুপারি দিয়ে তার হাত হতে স্বর্নের আংটি, মোবাইল ও স্বর্নের চেইন নিয়ে চলে যায়। পরে বাদী এসে এ ঘটনা দেখে তাকে ফোন দিয়ে চুরি করে নিয়ে যাওয়া জিনিসগুলো দিয়ে যাওয়ার জন্য বললে এরপর সে ফোন বন্ধ করে দেয়। ঘটনার পর থেকে বাদী ও তার ফুফু চোর ভুয়া সেনা সদস্যকে খুঁজতে থাকে।
বুধবার (১৮/৫) সন্ধ্যার একটু আগে বাদী ও তার ফুফু নবীনগর সদর বাজারে অগ্রণী ব্যাংকের নিচে সড়কে ওই ভুয়া সেনা সদস্য মনির একটি মোটরসাইকেলে বসে যাওয়ার সময় তার গতিরোধ করে চিৎকার করলে জনতা তাকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ এসে মনিরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ভুয়া সেনা সদস্য মনির নবীনগর আদালত পাড়ার ভাড়াটিয়া চরলাপাং গ্রামের মজনু মিয়ার মেয়ে ইয়াছিন আক্তারের সাথে গত একসপ্তাহ পূর্বে মোবাইলে পরিচয় মাধ্যমে সেনাবাহিনী সৈনিক পরিচয় দিয়ে বিবাহ করে। সেই সূত্রে নবীনগর আসে মনির।
ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধৃত মনিরের নিকট সেনা সদস্যের ভুয়া আইডি কার্ড, গেঞ্জি, জুতা ও সেনাবাহিনীর চিহ্নযুক্ত মানিব্যাগ উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা নিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তথ্যপ্রযুক্তি বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমে এনে দিচ্ছে নতুন মাত্রা : এন এম জিয়াউল আলম
সিংড়ায় ২৫ দিন পর কবর থেকে সরকারি কর্মচারীর লাশ উত্তোলন
বিরামপুরে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী আটক
১৬ দফা দাবীতে পাবনায় আদিবাসীদের ডিসি অফিস ঘেরাও
নির্দোষ প্রমাণিত টিটিই শফিকুল : যে হৃদয় সততা লালন করে
সাঁথিয়ায় হত্যা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে জীবন নাশের হুমকি ও সাক্ষীকে মারধর
পাবনার ভাঙ্গুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ চেষ্টা
চাটমোহরের ফৈলজানায় লোকমান হোসেন মেম্বারের মধ্যযুগীয় সালিশ ও সন্ত্রাসী কর্মকান্ড
আটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা : ১-০ গোলে মাজপাড়া বিজয়ী
লস্করপুরে ২৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সজিব মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব-১২