সকল মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সদস্য ড. আব্দুল আলিম
- প্রকাশিত সময় ০১:৩৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / 99
বার্তা সংস্থা পিপ (পাবনা)
প্রকাশিত: ১১:৪৫ রাত, ১৯ মে ২০২২
সকল মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকরঃ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ড. আব্দুল আলিম
পাবনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জনসাধারণের নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরাপদ খাদ্য কর্তপক্ষ আইন, বিধি ও প্রবিধিমালা প্রয়োগ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পাবনা জেলা প্রশাসনের সহযোগিতায় পাবনা জেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ-এর সদস্য প্রফেসর ড. মো. আব্দুল আলীম।
সেমিনারে প্রফেসর ড. মো. আব্দুল আলীম মুল প্রবন্ধ উপাস্থাপন করেন। প্রফেসর ড. মো. আব্দুল আলীম নিরাপদ খাদ্য নিশ্চিত করণে আইন, আইনের প্রয়োগ,নিরাপদ খাদ্যে ৫টি ধাপ, নিরাপদ ও অনিরাপদ খাদ্য কি? ভেজাল খাদ্য কি? রেফ্রিজারেটরে খাদ্য সংরক্ষনের নিয়মাবলী, খাদ্য সংরক্ষণের অবশ্য করনীয়, রান্নার স্থানে পালনীয় বিষয়, নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা, জনসচেতনা সহ বিভিন্ন বিষয় উপাস্থাপন করেন।
জেলা খাদ্য অফিসার মো. শাকিলুজ্জামান এর সঞ্চলনায় সেমিনারে অংশ গ্রহণ করেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, পাবনা প্রেসক্লাব ও জেলা কনজুমারস এসোসিয়েশনের সভাপতি এবিএম ফজলুর রহমান, বাসস-এর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, জেলা হোটেল এন্ড রেস্তোঁরা মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু প্রামানিক, জেলা খাদ্য কর্মকর্তা মো. তানভির রহমান, জেলা মিল মালিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস, জেলা খাদ্য মনিটরিং কর্মকর্তা মো. আব্দুল হান্নান, সহকারী কমিশনার শফিকুল ইসলাম, ফারিস্তা করিম, আবুল হাসনাত, লুৎফর নাহার শারমিন, মো. হাফিজুর রহমান প্রমূখ।
সেমিনারে ৫০ জন অংশগ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার
তথ্যপ্রযুক্তি বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমে এনে দিচ্ছে নতুন মাত্রা : এন এম জিয়াউল আলম
সিংড়ায় ২৫ দিন পর কবর থেকে সরকারি কর্মচারীর লাশ উত্তোলন
বিরামপুরে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী আটক
১৬ দফা দাবীতে পাবনায় আদিবাসীদের ডিসি অফিস ঘেরাও
নির্দোষ প্রমাণিত টিটিই শফিকুল : যে হৃদয় সততা লালন করে
সাঁথিয়ায় হত্যা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে জীবন নাশের হুমকি ও সাক্ষীকে মারধর
পাবনার ভাঙ্গুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ চেষ্টা
চাটমোহরের ফৈলজানায় লোকমান হোসেন মেম্বারের মধ্যযুগীয় সালিশ ও সন্ত্রাসী কর্মকান্ড
আটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা : ১-০ গোলে মাজপাড়া বিজয়ী