সুজানগরে কোভিড -১৯ টিকা কার্যক্রম খানা পরিদর্শন ওরিয়েন্টেশন
- প্রকাশিত সময় ০১:৩৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / 145
পাবনা সংবাদদাতা
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ন, ২০ মে ২০২২
কোভিড -১৯ টিকা কার্যক্রমের খানা পরিদর্শনে স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন কর্মসূচীতে – সিভিল সার্জন
পাবনা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেছেন, স্বাস্থ্য বিষয়ে সেবা দিতে গেলে অনেক ধৈর্য্য ও সহ্য ক্ষমতা থাকতে হবে। আপনারা সেবা নিতে গিয়ে ডাক্তারদের প্রতি বিরক্ত হয়ে অনেক সময় অশালিন আচরণ করে থাকেন। সে ক্ষেত্রে ডাক্তাররা ধৈর্য্য ও সহ্য ক্ষমতায় চিকিৎসা সেবা প্রদান করেন।
আজকের এই ওরিয়েন্টেশন শেষে আপনারা যখন মাঠে গিয়ে সেবা দিতে যাবেন তখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। নিজেকে এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে কোন রকম বিশৃঙ্খলা না ঘটে। মাননীয় প্রধানমন্ত্রীর সুন্দর কার্যক্রম সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও জানান, কোভিড ভ্যাকসিন কার্যক্রমের অগ্রগতিতে বিশ্বে বাংলাদেশ ৭ম স্থানে ।
পাবনা জেলায় ৭০ টি ইউনিয়নে ১১ শত ১০ জন স্বেচ্ছাসেবক কাজ করবে। স্বেচ্ছাসেবকগন নিজ নিজ এলাকায় বাড়ী বাড়ী গিয়ে দেখবেন কোভিড টিকা গ্রহণ করেন নাই এমন কে কে আছেন। এখনো যারা এ টিকা নেন নাই তাদের তালিকা পাওয়া মাত্র তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।
ইউএসএআইডি‘র অর্থায়নে ‘মামনি প্রজেক্ট’ বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বেলা ১ টায় সুজানগর উপজেলার নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের কক্ষে অনুষ্ঠিত কোভিড -১৯ টিকা কার্যক্রমের খানা পরিদর্শনের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিঁনি উরোক্ত কথাগুলো বলেন।
স্বাস্থ্য বিভাগের জেলা সমন্বয়কারী আশীষ মন্ডলের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে বিশেষ অতিথির বক্তব্য দেন নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. নাদের হোসেন এবং দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলার টিএইচএ ডা. সানজিদা মুজিব, সহস্বাস্থ্য পরিদর্শক শামসুল আলম, আবু বকর মিয়া ও ফজলুর রহমান, স্বাস্থ্য সহকারী আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
ওরিয়েন্টেশনে ৭৫ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর ছিলেন সিমান্তিকের পক্ষে মো. লোকমান হোসেন।
পাবনার আমিনপুর থানা আ.লীগের সম্মেলন ২১ মে শনিবার
সিরাজগঞ্জের তাড়াশে ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২
মার্কেটিং বিষয়ে বাংলাদেশের সেরা গবেষক রবি’র ভিসি প্রফেসর ড. শাহ আজম
ঈশ্বরদীতে ছোট ভাইয়ের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন বড় ভাই মা ও তিন বোনের।
সকল মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সদস্য ড. আব্দুল আলিম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার
তথ্যপ্রযুক্তি বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমে এনে দিচ্ছে নতুন মাত্রা : এন এম জিয়াউল আলম
সিংড়ায় ২৫ দিন পর কবর থেকে সরকারি কর্মচারীর লাশ উত্তোলন
বিরামপুরে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী আটক
১৬ দফা দাবীতে পাবনায় আদিবাসীদের ডিসি অফিস ঘেরাও