দেশে প্রথম আখের সাথী ফসল ধান চাষ : কৃষিতে ইতিবাচক পরিবর্তন ঘটাবে
- প্রকাশিত সময় ০৩:২৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / 211
স্বপন কুমার কুন্ডু
প্রকাশিত: ০৩:১২ অপরাহ্ন, ২০ মে ২০২২
দেশে প্রথমবারের মতো আখের সাথী ফসল হিসেবে বোরো ধান চাষ করা হয়েছে।
ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিউট ইতোপূর্বে আখের সাথী ফসল হিসেবে সবজি ও মসলার চাষ করলেই এবারেই প্রথম টেকনোলজী ব্যবহার করে ধান চাষ শুরু করেছে।
এক কেজি ধান উৎপাদনে খরচ হয় আড়াই হাজার লিটার পানি। আর আখ খরা সহিষ্ণু। এই দুই বিপরীত বৈশিষ্ঠ্যের ফসল একসাথে চাষের পদ্ধতি আবিস্কার করেছেন সুগারক্রপের বিজ্ঞানীরা। এই যৌথ ফসল পরীক্ষামূলকভাবে আবাদ করে সফলতা এসেছে। ফলনও ভালো পাওয়া গেছে বলে জানিয়েছেন এই প্রকল্পের ইনচার্জ ড. আনিসুর রহমান।
বিজ্ঞানীরা বলছেন, বেড পদ্ধতি ও সরাসরি আবাদ দুইভাবেই আখ ও ধান একসাথে চাষ করা সম্ভব। আর এতে ভূ-উপরিস্থ পানি সংরক্ষণের ব্যবস্থা থাকায় ভূগর্ভস্থ পানির প্রয়োজন নেই। এতে জ্বালানী ও বিদ্যুত খরচও কম হবে। উদ্ভাবিত এই পদ্ধতি ও পুযুক্তি ছড়িয়ে দিতে পারলে দেশের কৃষি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ঘটবে বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা।
বিএসআরআই-এর মহাপরিচালক ড. আমজাদ হোসেন জানান, হিসেব করে দেখা গেছে এই পদ্ধতিতে চাষাবাদে খরচ কমবে এক-তৃতীয়াংশ। এতে লাভবান হবে কৃষক। এবছরে আমরা সফল হয়েছি। ইনশাল্লাহ আগামী বছরে আমরা এই পদ্ধতি কৃষকদের ফিল্ডে নিয়ে যাব।
কৃষকরা জানান, এই অবস্থায় যদি দুই শষ্যের আবাদ করা গেলে আমরা লাভবান হবো। অল্প পানিতে যদি আমরা ধান আবাদ করতে পারি সেটাই আমাদের জন্য বেশী উপকার হয়। আখের খরচ দিয়েই ধানের দুই-তৃতীয়াংশ খরচ মিটে যায়।
এদিকে শুক্রবার (২০ মে) বিএসআরআই-এর আয়োজনে এই প্রযুক্তির উপর মাঠ দিবস ও মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস। সভাপতিত্ব করেন বিএসআরআই-এর মহাপরিচালক ড. আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক আশরাফ আলী, ডাল গবেষণার পরিচালক ড. মহিউদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক তৌফিকুল আলম, ধান গবেষণার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফজলুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদ্ভাবক ড. আনিসুর রহমান।
সুজানগরে কোভিড -১৯ টিকা কার্যক্রম খানা পরিদর্শন ওরিয়েন্টেশন
পাবনার আমিনপুর থানা আ.লীগের সম্মেলন ২১ মে শনিবার
সিরাজগঞ্জের তাড়াশে ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২
মার্কেটিং বিষয়ে বাংলাদেশের সেরা গবেষক রবি’র ভিসি প্রফেসর ড. শাহ আজম
ঈশ্বরদীতে ছোট ভাইয়ের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন বড় ভাই মা ও তিন বোনের।
সকল মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সদস্য ড. আব্দুল আলিম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার
তথ্যপ্রযুক্তি বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমে এনে দিচ্ছে নতুন মাত্রা : এন এম জিয়াউল আলম
সিংড়ায় ২৫ দিন পর কবর থেকে সরকারি কর্মচারীর লাশ উত্তোলন
বিরামপুরে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী আটক