রাণীনগরের কুখ্যাত মাদক কারবারি খাটো বাবু গ্রেফতার
- প্রকাশিত সময় ০৭:৩৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / 71
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৯ অপরাহ্ন, ২০ মে ২০২২
নওগাঁর রাণীনগরে গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি আবু বক্কর সিদ্দিক ওরফে খাটো বাবু (৫০)-কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক ওরফে খাটো বাবু উপজেলার বিশঘড়িয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, গ্রেফতারকৃত খাটো বাবু একজন কুখ্যাত মাদক কারবারি। গত মার্চ মাসে তাকে মাদকসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। জামিনে বেড়িয়ে এসে সে আবার এলাকায় মাদক ব্যবসা শুরু করেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আবাদপুকুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি খাটো বাবুকে গ্রেফতার করে পুলিশ।
ওসি শাহিন আকন্দ আরও জানান, গ্রেফতার খাটো বাবুর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই মামলাসহ খাটো বাবুর বিরুদ্ধে মোট ৭ টি মাদক মামলা রয়েছে। উপজেলা জুড়ে এ মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ওসি।
সিরাজগঞ্জের তাড়াশে সাক্ষর জালিয়াতি মামলায় যুব লীগ নেতা কারাগারে
দেশে প্রথম আখের সাথী ফসল ধান চাষ : কৃষিতে ইতিবাচক পরিবর্তন ঘটাবে
সুজানগরে কোভিড -১৯ টিকা কার্যক্রম খানা পরিদর্শন ওরিয়েন্টেশন
পাবনার আমিনপুর থানা আ.লীগের সম্মেলন ২১ মে শনিবার
সিরাজগঞ্জের তাড়াশে ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২
মার্কেটিং বিষয়ে বাংলাদেশের সেরা গবেষক রবি’র ভিসি প্রফেসর ড. শাহ আজম
ঈশ্বরদীতে ছোট ভাইয়ের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন বড় ভাই মা ও তিন বোনের।
সকল মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সদস্য ড. আব্দুল আলিম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার
তথ্যপ্রযুক্তি বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমে এনে দিচ্ছে নতুন মাত্রা : এন এম জিয়াউল আলম