পাবনায় ঐতিহাসিক হাদল গণহত্যা দিবস পালিত
- প্রকাশিত সময় ০৮:২১:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / 84
বার্তা সংস্থা পিপ (পাবনা)
প্রকাশিত: ০৮:১৪ সন্ধ্যা, ২২ মে ২০২২
গণকবর ও বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, শোক র্যালী ও দোয়ার মধ্য দিয়ে পাবনার হাদল গণহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার দুপরে ফরিদপুর উপজেলার হাদল ও কালিকাপুর এলাকায় গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে স্মরণে ৭১ প্রজন্ম। পরে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্মরণে ৭১ প্রজন্মের সমন্বয়ক জাহিদ হাসান বাবু, তোফাজ্জল হোসেন মামুন, প্রকৌশলী হাসান মাহমুদ, আসাদুজ্জামান আসাদ, সাইফুল ইসলাম সোহেল শহীদ পরিবারের সদস্য সুধীর কুমার সাহা।
২২ মে হিন্দু অধ্যুষিত হাদল গ্রামে ৪ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংসভাবে হত্যা করে। শত শত বাড়িঘর জ¦ালিয়ে দেয়া হয়। এ সময় বক্তারা হাদল গণহত্যায় শহীদদের পূর্ণাঙ্গ নামের তালিকা ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান। পাশাপাশি গণকবর সংরক্ষণ ও শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান।
১৯৭১ সালের মে মাসে পাকিস্তনি সেনাদের নির্যাতন থেকে বাঁচতে পাবনা সদর, ঈশ্বরদী, রাজশাহী, সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানের সহ¯্রাধিক মানুষ প্রত্যন্ত হাদল গ্রামে আশ্রয় নেয়। এ সময় গ্রামের শান্তি কমিটির চেয়ারম্যান আবুল হাসান মৌলবী হানাদার বাহিনীকে খবর দেয়। পাকিস্তানী সেনারা গভীররাতে গ্রামে ঢুকেই ঘুমন্ত মানুষের উপর ব্রাশ ফায়ার করতে শুরু করে। এ সময় হিন্দুদের বাড়িতে লুটপাট করে অগ্নিসংযোগ করে রাজাকার আলবদর বাহিনী।
পাকিস্তানি সেনারা গ্রামে আশ্রয় নেয়া পাবনা রাধানগর মজুমদার একাডেমির শিক্ষক প্রাণকৃষ্ণ সাহা, অশোক সাহা, সুবল সাহা, অভিনয় শিল্পী পরেশ সাহা,রাখাল বসাক, প্রিয়নাথ হলদার, বিশ^নাথ হলদার, কাশেম আলী, ছবেদ উল্লা, মজিদ মাঝিসহ ৪ শতাধিক নিরস্ত্র মানুষকে হত্যা করে।
হাজী সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ
পাবনায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্প কর্মসূচি বাস্তবায়নে অনিয়মের অভিযোগ : তদন্ত দাবি
সিংড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা : আটক ১
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি : আশরাফ সভাপতি মন্টু সম্পাদক
শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ স্থানান্তরের প্রতিবাদে ১৫কি.মি. জুড়ে মানববন্ধন
লালপুরে শিক্ষার্থীকে ধর্ষণের বিচারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর বিক্ষোভ
ঈশ্বরদীতে জাসদের উদ্যোগে স্মরণ সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠিত
জনশুমারি ও গৃহগণনা উপলক্ষ্যে নওগাঁর রাণীনগর উপজেলা স্থায়ী শুমারি কমিটির সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল : ভাঙ্গুড়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন
চাটমোহরে দুই বান্ধবীর এক সঙ্গে বিষপানে আত্মহত্যা