পাবনার ঈশ্বরদী উপজেলার ইলসামারী গ্রামে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
- প্রকাশিত সময় ০২:১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / 102
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশিত: ০২:১২ রাত, ২৩ মে ২০২২
পাবনার ঈশ্বরদী উপজেলার ইলসামারী গ্রামে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার ইলশামারি গ্রামের সাদেক আলীর ছেলে মোঃ সোহরাব হোসেন শিহাব দাবি করেন, শনিবার দিবাগত গভীর রাতে মাজদিয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে চঞ্চল (৩০)সহ তিন-চারজন আমার দোকানে চুরি করতে আসে। এ সময় বাবা চঞ্চলকে তাড়া করেন। একপর্যায়ে আমাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং চঞ্চলকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়।
এলাকাবাসি জানান, শিহাবের দোকানের সামনে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে চঞ্চলকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে শিহাবের পরিবারের সদস্যরা ওই ওয়ার্ডের মেম্বরকে ডেকে ঘটনাস্থলে আসার জন্য অনুরোধ করেন। কিন্ত মেম্বর না এসে একজন চৌকিদারকে ঘটনাস্থলে পাঠান। শিহাবসহ স্থানীয়রা জানান, চৌকিদার ও স্ত্রী বিজলী রাত ২টার দিকে আহত চঞ্চলকে একটি অটোরিকশায় করে ইউনিয়ন পরিষদ অফিসে নিয়ে যান।
এ ব্যাপারে সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার বলেন, রাতে মারধরের পর সকাল সাড়ে ৭টার দিকে গুরুতর আহতাবস্থায় একজনকে পরিষদ চত্বরে প্রবেশ করতে নিষেধ করি এবং দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেই। এখন শুনলাম ছেলেটা মারা গেছে।
তিনি আরও বলেন, পরে চঞ্চলের আত্মীয়দের কাছ থেকে শুনেছেন তাকে আবারও মারধর করা হয়েছিল। দুপুর দেড়টার দিকে চঞ্চলকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের সঙ্গে কথা হলে তিনি বলেন, এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
নিহতের পিতা জহিরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, আমার ছেলেকে ইউনিয়ন পরিষদ থেকে তুলে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে। সেখানে সাময়িক চিকিৎসা দিয়ে আমার ছেলেকে হাসপাতাল থেকে থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু আমার ছেলেকে থানায় রাখা হয়নি। পরে রেলগেট থেকে কেউ আমাকে কল করে জানায়, তোমার ছেলে রেলগেটে পড়ে আছে। আমি গিয়ে রেলগেইট চত্বরে ছেলেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি।
হাজী সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ
পাবনায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্প কর্মসূচি বাস্তবায়নে অনিয়মের অভিযোগ : তদন্ত দাবি
সিংড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা : আটক ১
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি : আশরাফ সভাপতি মন্টু সম্পাদক
শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ স্থানান্তরের প্রতিবাদে ১৫কি.মি. জুড়ে মানববন্ধন
লালপুরে শিক্ষার্থীকে ধর্ষণের বিচারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর বিক্ষোভ
ঈশ্বরদীতে জাসদের উদ্যোগে স্মরণ সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠিত
জনশুমারি ও গৃহগণনা উপলক্ষ্যে নওগাঁর রাণীনগর উপজেলা স্থায়ী শুমারি কমিটির সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল : ভাঙ্গুড়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন
চাটমোহরে দুই বান্ধবীর এক সঙ্গে বিষপানে আত্মহত্যা