পৌরসভার নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাবনায় সৎসঙ্গের নকশা বর্হিভুত ভবনের নির্মাণকাজ অব্যাহত : মানুষের মধ্যে চরম ক্ষোভ
- প্রকাশিত সময় ০৩:৩৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / 129
বার্তা সংস্থা পিপ (পাবনা)
প্রকাশিত: ০৩:১৪ রাত, ২৩ মে ২০২২
পাবনা পৌরসভার নিষেধাজ্ঞাকে বৃধাংগুলি দেখিয়ে পাবনা শহরের পাথরতলায় শ্রী শ্রী অনুকুল চন্দ্রের পাকুটিয়া গ্রুপের আস্তানা হিসেবে পরিচিত সৎসঙ্গের নকশা বর্হিভুত বহুতল ভবনের নির্মাণকাজ অব্যাহত রেখেছে সুবিধাবাদী চক্র। এতে এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
গত বছরের ১৬ সেপ্টেম্বর পাবনা শহরের পাথরতলায় সৎসঙ্গ বাংলাদেশ’র বিধিবর্হিভূত ভবন নির্মান কাজ বন্ধ করে দেয় পাবনা পৌরসভা কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শ্রী শ্রী ঠাকুর অনূকূল চন্দ্রের অনুসারিদের পাকুটিয়া গ্রুপের সংগঠন হিসেবে পরিচিত সৎসঙ্গ বাংলাদেশ। পাবনা শহরের পাথরতলা মহল্লার আবাসিক এলাকায় ঠাকুর ভক্তদের জন্য আশ্রম নির্মানে জমি ক্রয় করে
নির্মিত দুটি ভবনে আশ্রম বা সৎসঙ্গ বাংলাদেশের কার্যক্রম পরিচালনা করছিলেন। পাবনার সর্বস্তরের মানুষসহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আশ্রমের কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছিল। এরই এক পর্যায় সৎসঙ্গ বাংলাদেশ নিজেদের স্বার্থ হাসিলে ঐ স্থানে বহুতল নতুন ভবন নির্মান কাজ শুরু করে। এ সময় সৎসঙ্গ বাংলাদেশের কতিপয় নেতা স্বৈরাতান্ত্রিকভাবে স্থানীয় বাসিন্দাদের মতামতকে অবজ্ঞা করে বিধিবর্হিভূত ভবন নির্মান কাজ শুরু করে। এতে মহল্লাবাসি ক্ষুব্ধ হয়।
ক্ষুব্ধ মহল্লাবাসি বাধ্য হয়ে এলাকার পরিবেশ ও শান্তি রক্ষার্থে বিধিবর্হিভূত ভবন নির্মান কাজ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পাবনা পৌর সভায় আবেদন করেন। পৌর কর্তৃপক্ষ গত বছরের ১২ সেপ্টেম্বর সৎসঙ্গ বাংলাদেশ কর্তৃপক্ষকে নির্মান কাজ বন্ধ রেখে তিন দিনের মধ্যে কারণ দর্শানো নোটিশ দেন। কিন্ত সৎসঙ্গ বাংলাদেশ কর্তৃপক্ষ পৌর কর্তৃপক্ষের আদেশ অমান্য করে নির্মান কাজ চালিয়ে যান। ফলে ১৬ সেপ্টেম্বর দুপুরে পৌর কর্তৃপক্ষ সৎসঙ্গ বাংলাদেশ’র বিধিবর্হিভূত ভবন নির্মান কাজ বন্ধ করে দেয়।
সৎসঙ্গ বাংলাদেশ এখন দুটি ধারায় বিভক্ত
একটি সুত্র দাবী করেছে, পাবনার পাথরতলায় ঠাকুর ভক্তদের জন্য আশ্রম নির্মান কাজকে কেন্দ্র করে বিপুল অংকের অর্থ তসরুপ করার অসৎ উদ্দেশ্যে সৎসঙ্গ বাংলাদেশের কতিপয় নেতার স্বৈরতান্ত্রিক আচরণে সাধারণ সৎসঙ্গীরা চরম ক্ষুব্ধ। এঘটনাকে কেন্দ্র করে সৎসঙ্গ বাংলাদেশ দুটি ধারায় বিভক্ত হয়ে পড়েছে। ফলে সংগঠনে শৃঙ্খলাও ভেঙ্গে পড়েছে। পাবনাসহ দেশ-বিদেশে শ্রী শ্রী ঠাকুর অনূকূল চন্দ্রের অনুসারি সাধারণ সৎসঙ্গীরা বিষয়টির দ্রুত সমাধান প্রত্যাশা করেছেন।
ঐ এলাকার বাসিন্দা রত্না খাতুন বার্তা সংস্থা পিপ-কে বলেন, এই স্থানে যখন ঠাকুরের কোন অনুষ্ঠান হয় তখন সারা দেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসে। তাদের মল-মূত্র, থাকা-খাওয়াসহ নানা ঝামেলায় এলাকার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয়। সে কারণে এলাকার মানুষ ক্ষুব্ধ। তারা পৌর কর্তৃপক্ষকে কাজ বন্ধ করার জন্য ধন্যবাদ জানান।
কফিলউদ্দিন নামে পাশের এক বাসিন্দা বার্তা সংস্থা পিপ‘কে সৎসঙ্গের লোকজন পাবনা পৌরসভার নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন নির্মাণ অব্যাহত রেখেছে।
তিনি বলেন, পাবনার কোন শ্রমিক কাজ না করলেও দেশের অন্য স্থান থেকে নির্মাণ শ্রমিক নিয়ে এসে গোপনে দিনরাত কাজ করানো হচ্ছে।
গতকাল রোববার ঐ ভবন সরেজমিন পরিদর্শন করে দেখা যায় ৫ জন শ্রমিক ভবন নির্মাণে কাজ করছেন। তারা রাতেও এখানে থাকেন। আবার ভোর থেকে কাজ করেন। তাদের সবার বাড়ী চট্রগ্রামের মিরেশ্বরাই এলাকায়।
অপর একটি সুত্র জানায়, পৌরসভার এক শ্রেণীর অসাধু কর্মচারীর যোগসাজশেই গোপনে এই নির্মাণ কাজ করা হচ্ছে।
এ ব্যাপারে সৎসঙ্গ বাংলাদেশের সাধারণ সম্পাদক ধ্রুবব্রত আদিত্য জানান, তিনি বাহিরে আছেন, পাবনা পৌর কর্তৃপক্ষের একটি নোটিশের কথা শুনেছি, এখনও হাতে পাইনি, পেলে বিস্তারিত জানাবো। তিনি বিষয়টির দ্রুত সমাধান হবে বলেও জানান।
এ ব্যাপারে পাবনা পৌরসভা কর্তৃপক্ষ জানান, বিষয়টি তাদের গোচরে এসেছে। তদন্ত করা হচ্ছে। তদন্তে পৌরসভার কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নকশা বর্হিভুত কাজ হলে তা ভেঙে দেওয়া হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকাকে জয়ী করতে হবে : এমপি প্রিন্স
ঈশ্বরদীর ইলসামারী গ্রামে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
হাজী সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ
পাবনায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্প কর্মসূচি বাস্তবায়নে অনিয়মের অভিযোগ : তদন্ত দাবি
সিংড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা : আটক ১
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি : আশরাফ সভাপতি মন্টু সম্পাদক
শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ স্থানান্তরের প্রতিবাদে ১৫কি.মি. জুড়ে মানববন্ধন
লালপুরে শিক্ষার্থীকে ধর্ষণের বিচারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর বিক্ষোভ
ঈশ্বরদীতে জাসদের উদ্যোগে স্মরণ সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠিত
জনশুমারি ও গৃহগণনা উপলক্ষ্যে নওগাঁর রাণীনগর উপজেলা স্থায়ী শুমারি কমিটির সভা অনুষ্ঠিত