ফলোআপ
ঈশ্বরদীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা- প্রকাশিত সময় ১১:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / 98
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশিত: ১১:২৪ রাত, ২৩ মে ২০২২
১৭ জনকে আসামি করে হত্যা মামলা রেকর্ড
ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের নদী অঞ্চল ইলসামারী গ্রামের চাঞ্চল্যকর রাব্বি হোসেন চঞ্চল হত্যার ঘটনায় সোমবার সকালে ঈশ্বরদী থানায় ‘হত্যা মামলা’ রেকর্ড করা হয়েছে। মামলা নং-৫১, তাং ২৩.০৫.২০২২ ইং।
এই হত্যা মামলায় ইলসামারী গ্রামের মৃত সৈয়দ মন্ডলের ছেলে খয়বর মন্ডলকে ১ নংসহ ৭ জনকে এজাহারভ’ক্ত ও আরও ১০/১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
নিহত রাব্বি হোসেন চঞ্চলের পিতা জাহিদুল ইসলাম জানান,গত শনিবার আনুমানিক রাত দু’টার সময় ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের ইলশামারি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে রাব্বি হোসেন চঞ্চলকে চোর সন্দেহে শিহাব, ওহাবসহ কয়েকজন আটক করার পর মারপিট করে আহত করে। পরে সাঁড়া ইউনিয়নের চৌকিদার আজগর আলী তাকে উদ্ধার করে নিজ হেফাজতে নিয়ে যায়। পরের দিন রবিবার সকালে ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে কয়েকজন যুবক অজ্ঞাত কারণে এলাকার কয়েকজন যুবক ছাড়পত্র ছাড়াই উন্নত চিকিৎসার কথা বলে রাব্বিকে হাসপাতাল থেকে নিয়ে যায়।
অনেক খোঁজাখুজির পর অচেতন অবস্থায় রবিবার বিকেলে বাস টার্মিনালের নিকটস্থ ঝোপের মধ্য থেকে রাব্বিকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মাহমুদ তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রাব্বিকে আটক করে মারপিটের পরপরই এলাকাবাসী দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ করে। এ ঘটনায় শোকে কাতর এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং এ সংবাদ লেখা পর্যন্ত ইলসামারী গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার জানান, রাব্বি হোসেন চঞ্চলকে ইলশামারী এলাকাবাসী আটক করে মারপিট করায় তাকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিই। এমনকি অটোভাড়াও নিজ পকেট থেকে পরিশোধ করি। তিনি এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তিরও দাবি জানান।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, চোর সন্দেহে এলাকাবাসী রাব্বি হোসেন চঞ্চলকে আটক করে গণপিটুনি দেয়। এরপর হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়ার পথে রাব্বির মৃত্যু হয়। তখন তারা রাব্বির মরদেহ বাস টার্মিনালের পাশে রেখে পালিয়ে যান।
ওসি আরো জানান, রাব্বির বিরুদ্ধে থানায় ২ টি চুরি ও ২ টি মাদক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে বিকেলে দোষীদের শাস্তির দাবিতে এলাকাবাসী মাঝদিয়া পুরাতন রেললাইন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।
পৌর পার্ক প্রতিষ্ঠার মাধ্যমে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বাদশাকে সম্মানিত করলো পাবনা পৌরসভা
১১ বছর পর চ্যাম্পিয়ন মিলান
পৌরসভার নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাবনায় সৎসঙ্গের নকশা বর্হিভুত ভবনের নির্মাণকাজ অব্যাহত : মানুষের মধ্যে চরম ক্ষোভ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকাকে জয়ী করতে হবে : এমপি প্রিন্স
ঈশ্বরদীর ইলসামারী গ্রামে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
হাজী সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ
পাবনায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্প কর্মসূচি বাস্তবায়নে অনিয়মের অভিযোগ : তদন্ত দাবি
সিংড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা : আটক ১
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি : আশরাফ সভাপতি মন্টু সম্পাদক
শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ স্থানান্তরের প্রতিবাদে ১৫কি.মি. জুড়ে মানববন্ধন