শাহজাদপুরে রাউতারা রিং বাঁধ হুমকির মুখে
- প্রকাশিত সময় ০১:১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / 72
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশিত: ১১:৩৯ রাত, ২৩ মে ২০২২
শাহজাদপুরে ২ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ের রাউতারা রিং বাঁধ হুমকির মূখে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নিমাইচড়া রিং বাঁধ হুমকির মুখে প্রবল পানি বৃদ্ধির ফলে যে কোন সময় বাঁধ ভাঙ্গার আশংকা করা হচ্ছে।
বাঁধ ভেঙ্গে গেলে ৩ টি জেলার হাজার হাজার হেক্টর ধান তলিয়ে যাবে এ কারণে বাঁধে অতিরিক্ত পাহারা বসানো হয়েছে।
প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড এই বাঁধে কোটি কোটি ব্যয় করে। সেই সাথে চলে পুকুর চুরি।
জানা গেছে, শাহজাদপুর থেকে ৫ কিলো মিটার দুরে বাঘাবাড়ি-নিমাইচড়া রিং বাঁধ অবিস্থত। প্রায় ১২’শ’ মিটার লম্বা এই বাঁধে ২ কোটি ৩৪ লাখ টাকা ব্যয় করা হয় । নির্মিত এই রিং বাঁধে বরাবরই রয়েছে নানা অনিয়ম । বাঁধে যে পরিমান মাটি ও বালি ফেলানোর কথা তা বাঁধে ফালানো হয় নাই। স্থানীয় গ্রামবাসি জানায়,প্রতি বছরই এখানে কোটি কোটি টাকা ব্যয়ে এখানে বাঁধ নির্মান করা হয় ।
প্রভাবশালী মহল জড়িত থাকায় বাঁধ নির্মানে চলে নানা অনিয়ম । পানি উন্নয়ন বোর্ড সব কিছু জেনেও প্রায় ২০ বছর ধরে এই বাঁধ নির্মানে সরকারি টাকা লুটপাট করছে । অনিয়ম যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে । রিং বাঁধ নির্মানে যে পরিমান টাকা সরকারের ব্যয় হয়েছে যদি সদিচ্ছা থাকত তাহলে এখানে এতদিনে একটি স্থায়ী বাঁধ নির্মান করা যেত ।
অভিযোগ রয়েছে প্রতি বছরই রিং বাঁধ নির্মাানে ব্যাপক অনিয়ম হয় । এটা যেন অনেকের বাৎসরিক আয়ের উৎস । যেন দেখার কেউ নেই ।
সিরাজগঞ্জ জেলার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ইমতিয়াজ আহম্মেদ গতকাল সোমবার টেলিফোনে জানান, বাঁধ নির্মানে কোন অনিয়ম করা হয়নি । বাঁধ সম্পূর্ণ ঠিক আছে । কোন সমস্যা হবে না কৃষকদের ধান কাটতে।
তিনি আরও বলেন, আমরা স্থায়ী বাঁধ নির্মানের জন্য মন্ত্রণালয়ে কাগজপত্র তৈরি করে পাঠানো হয়েছে । যেহেতু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখানে স্থাপিত হবে তাই বাঘাবাড়ির পাশে নিমাইচড়া রিং বাঁধ হবে একটি স্থায়ী রিং বাঁধ ।
এদিকে পাবনা, নাটোর সিরাজগঞ্জসহ চলনবিল এলাকার ৬২ হাজার ৫’শ হেক্টর জমিতে ধান চাষ করা হয়। পানি বাড়ার ফলে বাঁধ যে কোন সময় ভেঙ্গে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে । আতংকে রয়েছে এসব এলাকার কৃষক। এ জন্য গ্রামবাসি রাত জেগে পাহারা দিচ্ছে । উপজেলা কৃষি অফিসার আব্দুস ছালাম জানান, রিং বাঁধ এখনোও ভালো আছে এলাকার কৃষকেরা ধান কাটতে শুরু করেছে।
শাহজাদপুর/সাগর বসাক
ফলোআপ – ঈশ্বরদীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
পৌর পার্ক প্রতিষ্ঠার মাধ্যমে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বাদশাকে সম্মানিত করলো পাবনা পৌরসভা
১১ বছর পর চ্যাম্পিয়ন মিলান
পৌরসভার নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাবনায় সৎসঙ্গের নকশা বর্হিভুত ভবনের নির্মাণকাজ অব্যাহত : মানুষের মধ্যে চরম ক্ষোভ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকাকে জয়ী করতে হবে : এমপি প্রিন্স
ঈশ্বরদীর ইলসামারী গ্রামে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
হাজী সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ
পাবনায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্প কর্মসূচি বাস্তবায়নে অনিয়মের অভিযোগ : তদন্ত দাবি
সিংড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা : আটক ১
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি : আশরাফ সভাপতি মন্টু সম্পাদক