বিরামপুরে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার হল তার নিজ বাড়ির মাটি খুঁড়ে
- প্রকাশিত সময় ০৮:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / 93
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ০৮:৩০ সন্ধ্যা, ২৪ মে ২০২২
বিরামপুর পৌর শহরের এক গরু ব্যবসায়ী ৭ দিন নিখোঁজের পর পুলিশ তার নিজ বাড়িতে পুঁতে রাখা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৪ মে) গতকাল বিকেলে পৌর শহরের পূর্বপাড়া মহল্লা নিজ বাড়ি থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে। তার নাম খাদেমুল ইসলাম।
স্বজনেরা জানান, বিরামপুর শহরের পূর্বপাড়া মহল্লার মৃত: সুজার উদ্দিনের পুত্র খাদেমুল ইসলাম (৭৫) বাড়িতে একাই বসবাস করতেন। গত মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। খাদেমুল ইসলাম পেশায় একজন গরু ব্যবসায়ী। এঘটনায় খাদেমুলের ছেলে রায়হান কবির (২২ মে) বিরামপুর থানায় একটি সাধারণ ডাইরী করেন।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, মঙ্গলবার বিকেলে নিখোঁজের বাড়ি অনুসন্ধান করতে গিয়ে প্রাচীর সংলগ্ন মাটি দেখে সন্দেহ হলে সেখানে মাটি খুঁড়ে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। লাশের ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এঘটনায় তার স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধারের সময় বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
বিরামপুর/নয়ন হাসান
নওগাঁর রাণীনগরে অসহায় অসচ্ছল-অসুস্থ ১০ জনের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের টাকার চেক বিতরণ
পাবনায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের (১৩তম ব্যাচের) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
র্যাব-১২’র পৃথক পৃথক অভিযানে সিরাজগঞ্জে গাঁজা ফেন্সিডিল ও ট্রাকসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
বিড়ি শিল্প নিয়ে চক্রান্তের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সমাবেশ
পদ্মাসেতুর উদ্বোধন ২৫ জুন
শাহজাদপুরে রাউতারা রিং বাঁধ হুমকির মুখে
ফলোআপ – ঈশ্বরদীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
পৌর পার্ক প্রতিষ্ঠার মাধ্যমে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বাদশাকে সম্মানিত করলো পাবনা পৌরসভা
১১ বছর পর চ্যাম্পিয়ন মিলান