ইছামতি নদী পাড়ের বসতিদের ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন, প্রধান মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান
- প্রকাশিত সময় ০৪:৫৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / 81
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ রাত, ২৪ মে ২০২২
ইছামতি নদী পাড়ের বসতিদের ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন, প্রধান মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান
পাবনার ইছমতি নদী দুই পাড়ে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত বসতিরা ক্ষতিপুরণ দাবি করে মানববন্ধন কর্মসূচী পালনসহ পাবনা জেলা প্রশাসকের মাধ্যম প্রধানমন্ত্রীর নিকট স্মরকলিপি প্রদান করেছেন।
গতকাল সোমবার সকাল ১১ টায় ইছামতি নদীর দুই পাড়ে বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটি পাবনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালন করে। স্বার্থ সংরক্ষণ কমটির সভাপতি মো. মাসুদুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও শ্রমিক নেতা পাভেল হাসান জাহাঙ্গীরের সঞ্চালনায় কর্মসূচীর শুরুতে নদীর দুই পাড়ে উচ্ছেদ অভিযানের আতঙ্কে মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধা আতোয়ার রহমান, আজিজা বেগম, মজিবুর রহমান, আব্দুস সাত্তার, আকলিমা বেগম, দীপ্তি, সরোয়ার হোসেন ও কামাল হোসেনের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন এড. আবুল কালম আজাদ।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন প্রফেসর কামরুল ইসলাম, প্রভাষক আফরোজা নাহার, আঞ্জোয়ারা বেগম, মিনা বেগম, এড. মো. শাহীন, শফিকুল ইসলাম খান প্রমুখ।
এ সময় বক্তাগণ ইছামতি নদী পাড়ে ৪টি রেকর্ডিও সম্পত্তির মালিকদের স্থাপনা ও জমি অবিলম্বে অধিগ্রহণ করে যথাযথ ক্ষতি পুরণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
ক্ষতিপুরণের দাবী আদায়ের জন্য কমিটির পক্ষ থেকে মিছিল, সমাবেশ, পথসভাসহ বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দাবি পুরণ না হলে নেতৃবৃন্দগণ আগামী ২৩ মে থেকে আমরণ অনশনের কর্মসূচী ঘোষণা করে বৈধ বসতি স্বার্থ সংরক্ষণ কমিটি।
মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে প্রধান মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পাবনা জেলা প্রশাসকের নিকট প্রেরণ করেন নদী পাড়ের স্বার্থ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ।
– আইএনএস সংবাদ।
সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
বাংলাদেশ পদার্থ বিজ্ঞান সমিতির দ্বিবার্ষিক কর্মপরিষদ ২০২২-‘২৩ গঠিত
বিরামপুরে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার হল তার নিজ বাড়ির মাটি খুঁড়ে
নওগাঁর রাণীনগরে অসহায় অসচ্ছল-অসুস্থ ১০ জনের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের টাকার চেক বিতরণ
পাবনায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের (১৩তম ব্যাচের) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
র্যাব-১২’র পৃথক পৃথক অভিযানে সিরাজগঞ্জে গাঁজা ফেন্সিডিল ও ট্রাকসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
বিড়ি শিল্প নিয়ে চক্রান্তের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সমাবেশ
পদ্মাসেতুর উদ্বোধন ২৫ জুন
শাহজাদপুরে রাউতারা রিং বাঁধ হুমকির মুখে