পাবনায় ধর্মীয় সম্প্রীত ও সচেতনতা বৃদ্ধিকরণ কর্মশালা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৫:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / 108
পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৫ অপরাহ্ন, ২৫ মে ২০২২
পাবনা জেলার বিভিন্ন ধর্মের প্রভাবশালী ও সামাজিক ব্যাক্তিবর্গের অংশগ্রহণে ধর্মীয় সম্প্রীত ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী পাবনা নুরজাহান কিচেন কমিউনিটি সেন্টারে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের ধর্মীয় সম্প্রীত ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় কর্মশালা শুরুতেই প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল শাহীন কর্মশালা বিষয়ে উপাস্থাপন করেন।
ইসলামীক ফাউন্ডেশন পাবনা কার্যালয়ের উপ পরিচালক মো. ইমামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
কর্মশালায় বক্তারা বলেন, সবাই বাংলা মায়ের সন্তান। সবাই একই আলোবাতাসে বেড়ে উঠছি। সব ধার্মের মানুষের অংশ গ্রহনে দেশ স্বাধীন হয়েছে। এদেশের শান্তি প্রতিষ্ঠা করা আমাদের সবার দায়িত্ব। শান্তিতেই উন্নয়ন শান্তিতেই সম্প্রীতি। শান্তি প্রতিষ্ঠা করতে হলে ধর্মীয় অনুষ্ঠানে. শিক্ষা প্রতিষ্ঠানে, রাজনৈতিক মঞ্চে জঙ্গিবাদ, সাম্প্রদায়িত সম্প্রীতি, ধর্মের সঠিক ব্যাখ্যাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখতে হবে।
এসময় অংশগ্রহণকারীরা পাবনা জেলায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পাবনা জেলা পরিষদেও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার,পাবনা প্রেস ক্লাব সভাপতি এ.বি.এম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেস ক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, যুগান্তর প্রতিনিধি আখতারুজ্জামান, ইমাম সমিতি পাবনা জেলা সভাপতি মাওলানা মো: আব্দুস শাকুর জিহাদী, ইসলামিক ফাউন্ডেশানেরে জেলা ফিল্ড অফিসার আহসান হাবিব,বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, আশরাফুল ইসলাম, সৌমিত্র নাথ বড়ুয়া, হেনা গোস্বামী, অধ্যাপক কোমল চন্দ্র দাস, পুলিশ পরিদর্শক আশরাফুজ্জামান প্রমুখ।
কর্মশালায় মুল প্রশিক্ষক ছিলেন মীর সহিদুল ইসলাম।
পাবনা/সুইট
সাঁথিয়ায় ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে
মেহেদীর রঙ না শুকাতেই জীবনের আলো নিভে গেল নববধু আলোর
সুজানগরে কালাজ্বর নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
রাণীনগরে মিনি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শিশুর মৃত্যু, আহত বাবা
আমেরিকায় স্কুলে গুলি করে ১৯ শিশুসহ ২১জনকে হত্যা
ইছামতি নদী পাড়ের বসতিদের ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন, প্রধান মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান
সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
বাংলাদেশ পদার্থ বিজ্ঞান সমিতির দ্বিবার্ষিক কর্মপরিষদ ২০২২-‘২৩ গঠিত
বিরামপুরে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার হল তার নিজ বাড়ির মাটি খুঁড়ে
নওগাঁর রাণীনগরে অসহায় অসচ্ছল-অসুস্থ ১০ জনের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের টাকার চেক বিতরণ