জেলা তথ্য অফিসের আয়োজনে চাটমোহরে দুইদিনব্যাপী শিশু মেলার শুভ উদ্বোধন
- প্রকাশিত সময় ১১:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / 76
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ রাত, ২৫ মে ২০২২
জেলা তথ্য অফিসের আয়োজনে চাটমোহরে দুইদিনব্যাপী শিশু মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
২৫ মে, ২০২২ তারিখে চাটমোহর উপজেলার শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী” শীর্ষক প্রকল্পের জিওবি অংশের আওতায় এই মেলা দুদিন চলবে।
বুধবার থেকে র্যালী, আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ছাড়াও মেলাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, সরকারি দপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্টলের মাধ্যমে মেলায় অংশ গ্রহণ করছে।
উপজেলা নির্বাহী অফিসার, চাটমোহর জনাব মোঃ সৈকত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন চেয়ারম্যান, উপজেলা পরিষদ, চাটমোহর জনাব মোঃ আব্দুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র, চাটমোহর পৌরসভা এ্যাড. শাখাওয়াত হোসেন সাখো এবং উপজেলা ভাইস চেয়ারম্যান, চাটমোহর জনাব মোঃ ইছাহক আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র তথ্য অফিসার, পাবনা জনাব মোঃ সামিউল আলম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার খোঃ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মগরেব আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ ফারুক আহম্মেদ, সভাপতি, আটঘরিয়া প্রেসক্লাবের পক্ষে রকিবুর রহমান টুকুন, সম্পাদক দৈনিক আমাদের বড়াল জনাব হেলালুর রহমান জুয়েল।
দুই দিনব্যাপি শিশু মেলার প্রথম দিনে র্যালী, স্টল পরিদর্শন, বিষয় ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামী কাল ২৬ মে চলচ্চিত্র প্রদর্শনী, বিষয় ভিত্তিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দুইদিনব্যাপী মেলা শেষ হবে।
পাবনা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়েছে।
আটঘরিয়ার একদন্ত বাজার এখন সিসিটিভি ক্যামেরার আওতায়
যুব উন্নয়নে নারীদের ম্যাসব্যাপী বিউটিশিয়ান প্রশিক্ষণের উদ্বোধন
ধুমপানসহ তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে পাবনায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পাবনায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ কর্মশালা অনুষ্ঠিত
বিরামপুরে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবি
ঈশ্বরদীতে বাংলা টিভির ৫ম বর্ষপুর্তি উদযাপিত
সাঁথিয়ায় ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে
মেহেদীর রঙ না শুকাতেই জীবনের আলো নিভে গেল নববধু আলোর
সুজানগরে কালাজ্বর নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
রাণীনগরে মিনি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শিশুর মৃত্যু, আহত বাবা