সিরাজগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৫ : আহত ৬
- প্রকাশিত সময় ০৫:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / 78
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ০৫:২৫ অপরাহ্ন, ২৬ মে ২০২২
সিরাজগঞ্জের সলঙ্গায় পাথর বোঝাই ট্রাক-লেগুনা সংঘর্ষে ৫ কৃষি শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৬ মে) ভোররাতে দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ১ নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর জেলার বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪), একই থানার বাসাবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার ভোররাতের দিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রী নিয়ে লেগুনাটি নাটোরের দিকে দিকে যাচ্ছিল। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক গোজা ১ নং ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ছয়জন আহত হন। আহতদের সিরাজগঞ্জ ও রাজশাহী হাসপাতালে পাঠানো হয়।
পরে আহতদের মধ্যে আরও একজন মারা যান। দুর্ঘটনা কবলিত লেগুনা ও ট্রাক হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।
এ রিপোর্ট লেখাপর্যন্ত লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছিল।
ঈশ্বরদীর শাহাপুর থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ পাবনার ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফুলবাড়ীতে কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী পালিত
রংপুরে ড. ওয়াজেদ মিঞা হাইটেক পার্ক-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
আটঘরিয়ার একদন্ত বাজার এখন সিসিটিভি ক্যামেরার আওতায়
কোরআন তেলাওয়াতে পাবনা জেলার শ্রেষ্ঠ হৃদয় ইসলাম
যুব উন্নয়নে নারীদের ম্যাসব্যাপী বিউটিশিয়ান প্রশিক্ষণের উদ্বোধন
জেলা তথ্য অফিসের আয়োজনে চাটমোহরে দুইদিনব্যাপী শিশু মেলার শুভ উদ্বোধন
ধুমপানসহ তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে পাবনায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পাবনায় ধর্মীয় সম্প্রীত ও সচেতনতা বৃদ্ধিকরণ কর্মশালা অনুষ্ঠিত
বিরামপুরে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবি