সংবাদ’র স্টাফ রিপোর্টার ও পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপনের উপর সন্ত্রাসী হামলা
- প্রকাশিত সময় ০৭:৫৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / 85
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ০৭:৫১ অপরাহ্ন, ২৬ মে ২০২২
পাবনার প্রবীন সাংবাদিক দৈনিক সংবাদ’র স্টাফ রিপোর্টার ও পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপনের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত ৯টার দিকে সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।
সাংবাদিক হাবিবুর রহমান স্বপন জানান, বুধবার রাত ৯ টার দিকে মোটরসাইকেল যোগে নিজ বাসভবনে ফেরার পথে সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌছালে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায়। এসময় পরিস্থিতি আঁচ করতে পারায় তিনি ঐ স্থান অতিক্রম করার চেষ্টা করলে সন্ত্রাসীরা মোটরসাইকেল ফেলে দেওয়ার চেষ্টা করেন। মোটরসাইকেলের ফিছনে বসা এড: শাহাদৎ হোসেন বকুল আঘাত প্রাপ্ত হন। সম্প্রতি সাঁথিয়ার সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির সচিত্র প্রতিবেদন দৈনিক সংবাদে প্রকাশিত হওয়ায় একটি মহল ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেছেন।
সাংবাদিক হাবিবুর রহমান স্বপন বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে হামলাকারী কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীর নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা তদন্ত ও সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
এ দিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হামলাকারী সন্ত্রসীদের দ্রুত গ্রেফতারের দাবি করেছেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সাধারণ সম্পাদক আব্দুল হাইসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পাবনা/কাজী বাবলা
সিংড়ায় প্রাচীন মূর্তি উদ্ধার
সিরাজগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৫ : আহত ৬
ঈশ্বরদীর শাহাপুর থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ পাবনার ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফুলবাড়ীতে কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী পালিত
রংপুরে ড. ওয়াজেদ মিঞা হাইটেক পার্ক-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
আটঘরিয়ার একদন্ত বাজার এখন সিসিটিভি ক্যামেরার আওতায়
কোরআন তেলাওয়াতে পাবনা জেলার শ্রেষ্ঠ হৃদয় ইসলাম
যুব উন্নয়নে নারীদের ম্যাসব্যাপী বিউটিশিয়ান প্রশিক্ষণের উদ্বোধন
জেলা তথ্য অফিসের আয়োজনে চাটমোহরে দুইদিনব্যাপী শিশু মেলার শুভ উদ্বোধন
ধুমপানসহ তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে পাবনায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত