বিজ্ঞপ্তি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেটে সভা অনুষ্ঠিত।
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৮:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / 49
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেট সভাশেষে প্রশিক্ষিত ৩৪ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।
শনিবার দুপুরে সলপ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বাজেট সভা ও সেলাই মেশিনগুলো বিতরন করা হয়।
সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা’র কো-অর্ডিনেটর মিজানুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআরডিপি-৩ প্রকল্পের প্রকল্প পরিচালক তপন কুমার মন্ডল।
পিআরডিপি-৩ প্রকল্পের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত বাজেট সভায় ২০২২-২৩ অর্থবছরের জন্য সলপ ইউনিয়নের ৩ কোটি ৬৬ লক্ষ ৬২ হাজার টাকার
বাজেট ঘোষনা করা হয়।
বাজেট ঘোষনা শেষে আত্বকর্মসংস্থান গড়ে তোলার লক্ষে প্রশিক্ষিত ৩৪ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।