মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫১ জন অবৈধ অভিবাসী আটক
- প্রকাশিত সময় ১২:৪৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / 281
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ রাত, ২৯ মে ২০২২
মালয়েশিয়ায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৫১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। তাদের মধ্যে বাংলাদেশের নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার রাতে মালয়েশিয়ার ক্লাং পাছার বেসার মেরু এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে মোট ৭০৪ জনের কাগজপত্র পরীক্ষা করে ৫১ জনের কোনো বৈধ কাগজপত্র পাওয়া না গেলে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিকরা রয়েছেন।
তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।
অভিযানের সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব ওয়ান আহমেদ দাহলান বিন হাজি আব্দুল আজিজ ও অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দাজাইমি বিন দাউদ উপস্থিত ছিলেন।
অভিযানে বেশ কয়েকজন ইন্দোনেশিয়ান নাগরিকের কাছে জাতিসংঘের শরণার্থী কার্ড পাওয়ার পর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন উঠেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদ্দিন অভিযানের সময় সাংবাদিকদের বলেছেন, মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিচালিত অভিযানের সময় ইউএনএইচসিআর শরণার্থী কার্ড বেশ কয়েকজন ইন্দোনেশিয়ান নাগরিকের কাছে পাওয়া গেছে।
গত মাসে কেদাহের একটি অভিবাসন আটক কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার পর এখনো পলাতক ৬০ রোহিঙ্গা শরণার্থীকে গ্রেপ্তারের বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
আবদুল গাফ্ফার চৌধুরী শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেরিল-প্রথম আলো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ২৩তম আসর অনুষ্ঠিত
ফুলবাড়ীতে ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বিরামপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
ইভটিজিংয়ের অভিযোগে ছাত্রদল নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ : ছাত্রদল বলছে অভিযোগ ভিত্তিহীন!
ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নজুড়েই এখন মাদকের স্বর্গরাজ্য
ফুলবাড়ীতে পৌর কাউন্সিলর মাজেদুর রহমানের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
তরুণ-তরুণীদের প্রতিবাদ ‘অহিংস অগ্নিযাত্রা’
সলঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আটরিয়া উপজেলা, পৌর মহিলা আ. লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত