পাবনা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ হেদায়েতুল্লাহ
- প্রকাশিত সময় ০৭:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / 181
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১২ অপরাহ্ন, ২৯ মে ২০২২
“জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২”এ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার নাগডেমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হেদায়েতুল্লাহ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা ও অন্যান্য মানদণ্ডের ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচন করা হয়। মোহাম্মদ হেদায়েতুল্লাহ ১৯৭৪ সালে ২৮ নভেম্বর পাবনা জেলার ফরিদপুরের কূতি সন্তান চকোরিয়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মো.আব্দুল গফুর জোয়াদ্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবেদিতপ্রাণ অবঃ. শিক্ষক, মানবিক চেতনা সম্পন্ন ব্যক্তিত্ব। মাতা মনোয়ারা বেগম স্বশিক্ষিত। হেদায়েতুল্লাহ পূর্বমৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি সদ্য সরকারি বনওয়ারীনগর সি.বি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি, সদ্য সরকারি ইয়াছিন ডিগ্রি কলেজ হতে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে গণিত বিষয়সহ বিএসসি; শিক্ষায় স্নাতক (বিএড) ও স্নাতকোত্তর (এমএড প্রথম শ্রেণি মেধাস্থান) ডিগ্রি অর্জন করেন। শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় জেনারেল এমএজি ওসমানী গোল্ডেন এ্যাওয়ার্ড ও নেলসন ম্যান্ডেলা গোল্ডেন এ্যাওয়ার্ড পান তিনি।
কর্মজীবনের প্রথমে মোহাম্মদ হেদায়েতুল্লাহ ১৯৯৬ সালে বাদাল বীণাপাণি এসসি উচ্চ বিদ্যালয়ে গণিত বিষয়ের শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। এরপর পাবনার ফরিদপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে সত্মাননা পেয়েছেন ।এরপর তিনি সহকারী প্রধান শিক্ষক ও পরবর্তীতে২০০৯ সালে নাগডেমরা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন। তিনি শিক্ষামন্ত্রণালয়ের NAEM ঢাকা,HSTTI রাজশাহী,ময়মনসিংহ,TQI কর্তৃক প্রশাসনিক প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষক ও প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০১৭সালে পাবনার সাঁথিয়া উপজেলার উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে এ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি সাংবিধানিক প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুমোদিত /মনোনীত হয়ে ফরিদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি নিয়মিত কর্মের অতিরিক্ত সময়ে ফরিদপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সমাজসেবামূলক প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পারিবারিক জীবনে মোহাম্মদ হেদায়েতুল্লাহ’র সহধর্মিণী মোছা.নূরুন্নাহার খাতুন শিল্পী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রী সংসার অভিযাত্রায় সারথি। রেদোয়ানা বিনতে হেদায়েত হিমু সন্তান।
ভাঙ্গুড়ায় শিক্ষকদের মারধরের ঘটনায় ২ জন কারাগারে
ঢাকা-মানিকগঞ্জ রেলপথ হচ্ছে
নবীনগরে সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড. শাহ জিকরুল আহমেদ খোকনের স্মরণ সভা
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫১ জন অবৈধ অভিবাসী আটক
আবদুল গাফ্ফার চৌধুরী শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেরিল-প্রথম আলো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ২৩তম আসর অনুষ্ঠিত
বিরামপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
ইভটিজিংয়ের অভিযোগে ছাত্রদল নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ : ছাত্রদল বলছে অভিযোগ ভিত্তিহীন!
ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নজুড়েই এখন মাদকের স্বর্গরাজ্য
সলঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত