ঈশ্বরদীর বড়ইচারা লতিফ এন্ড সন্স-এ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান : প্রতারণার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
- প্রকাশিত সময় ০৬:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / 117
ঈশ্বরদী সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০৮ অপরাহ্ন, ৩০ মে ২০২২
ঈশ্বরদীর বড়ইচারা লতিফ এন্ড সন্স-এ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান : প্রতারণার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
ঈশ্বরদীর বড়ইচারা লতিফ এন্ড সন্স নামে একটি অটো রাইস মিলের অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এই মিলের উৎপাদিত চাল নিজ প্রতিষ্ঠানের নামে বাজারজাত না করে দেশের স্বনামধন্য চাল বিপণনকারী প্রতিষ্ঠানের নামে প্যাকেজিং ও বাজারজাতকরণের প্রতারণার অভিযোগে এই জরিমানা করা হয়।
সোমবার (৩০মে) দুপুর ১২টায় উপজেলার ছলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামে এই অভিযান পরিচালনা করেন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম।
এই সময় তিনি লতিফ এন্ড সন্স এর স্বত্বাধিকারী সবুজ হোসেনকে প্রতারণার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেন।
একই সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানের নামে বাজারজাতকরণের জন্য প্রস্তুতকৃত চাউলের বস্তাগুলো থেকে চাল ঢেলে ফেলার নির্দেশ দেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঈশ্বরদী নিরাপদ খাদ্য পরিদর্শক সানোয়ার হোসেন।
পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জহিরুল ইসলাম বলেন, লতিফ এন্ড সন্স তাদের উৎপাদিত চাল নিজ প্রতিষ্ঠানের নামে প্যাকেটজাত না করে প্রতারণার আশ্রয় নিয়ে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চাল, দিনাজপুরের চাল, ও নুরজাহান চাল ও অন্যান্য বিখ্যাত ব্রান্ডের চালের নামে প্যাকেটজাত করে বিক্রয় করে আসছিলেন। অভিযানে ২০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত জনতাসাধারণ নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সিলেটে বিএনপির শোক র্যালি
সিলেটে বাংলাদেশ এবং টেইক ব্যাক বাংলাদেশ ম্যাগাজিনের মোড়ক উম্মোচন
উত্তরণ দুই বাংলা রবীন্দ্র-নজরুল কবিতা উৎসব অনুষ্ঠিত
সিংড়ায় রাতে এক কৃষকের ৬ গরু চুরি
ঈশ্বরদীতে সিপিবি’র বিক্ষোভ কর্মসূচি পালিত
পাবনা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ হেদায়েতুল্লাহ
সিংড়ায় পুকুর সংস্কারের সময় আবারও প্রাচীন মূর্তি উদ্ধার
বেড়া আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি রঞ্জন, সাধারণ সম্পাদক আবু সাঈদ
নবীনগরে সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড. শাহ জিকরুল আহমেদ খোকনের স্মরণ সভা অনুষ্ঠিত
সিংড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা