ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

পাবনার চাটমোহরে সুস্বাদু ফল তালশাঁসের ব্যাপক চাহিদা

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৮:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • / 44

তালশাঁস

চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ মধুমাসের অন্যতম সুস্বাদু ফল তালশাঁস। আম,কাঁঠাল,লিচু,জামরুল,তরমুজসহ বিভিন্ন ফলের সমাহারের মধ্যে ভিন্নধর্মী ফল তালশাঁস। তালের নরম অংশকেই শাঁস বলা হয়। গ্রাম্য ভাষায় এটিকে বলা হয় ‘তালকুর’।

প্রচন্ড গরমে তালের এই শাঁস মিলছে বাজারে। দিন যত যাবে তালশাঁস ততই শক্ত হবে। একপর্যায়ে তাল পরিপক্ক হবে। তালের পিঠার উৎসব শুরু হবে তখন।

পাবনার চাটমোহরসহ আশপাশের উপজেলায় ব্যাপকভাবে তালশাঁস বিক্রি হচ্ছে। তিন শাঁসের একটি তালের দাম ১০ টাকা। মৌসুমে ব্যবসায়ীরা তালশাঁসের বেচাকেনা নিয়ে এখন ব্যস্ত। গাছের তাল কিনে তা বাজারে এনে বিক্রি করছেন তারা।

শুধু বাজারেই নয়, রাস্তার মোড়ে মোড়ে ও বাসস্ট্যান্ড এলাকায় ও পাওয়া যাচ্ছে এই তালশাঁস। তালশাঁস বিক্রেতা মো. মহুরুল ইসলাম বলেন,প্রতিদিন ২০০ থেকে ২৫০ তাল বিক্রি হয়। এখন গরমের সময় রসালো তালশাঁসের ব্যাপক চাহিদা। সকল বয়সের মানুষেরই প্রিয় এই তালশাঁস।

আরও পড়ুনঃ পাবনার সাঁথিয়ায় একজনকে কুপিয়ে হত্যা, আ,লীগ নেতা আহত

পাবনার চাটমোহরে সুস্বাদু ফল তালশাঁসের ব্যাপক চাহিদা

প্রকাশিত সময় ০৮:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ মধুমাসের অন্যতম সুস্বাদু ফল তালশাঁস। আম,কাঁঠাল,লিচু,জামরুল,তরমুজসহ বিভিন্ন ফলের সমাহারের মধ্যে ভিন্নধর্মী ফল তালশাঁস। তালের নরম অংশকেই শাঁস বলা হয়। গ্রাম্য ভাষায় এটিকে বলা হয় ‘তালকুর’।

প্রচন্ড গরমে তালের এই শাঁস মিলছে বাজারে। দিন যত যাবে তালশাঁস ততই শক্ত হবে। একপর্যায়ে তাল পরিপক্ক হবে। তালের পিঠার উৎসব শুরু হবে তখন।

পাবনার চাটমোহরসহ আশপাশের উপজেলায় ব্যাপকভাবে তালশাঁস বিক্রি হচ্ছে। তিন শাঁসের একটি তালের দাম ১০ টাকা। মৌসুমে ব্যবসায়ীরা তালশাঁসের বেচাকেনা নিয়ে এখন ব্যস্ত। গাছের তাল কিনে তা বাজারে এনে বিক্রি করছেন তারা।

শুধু বাজারেই নয়, রাস্তার মোড়ে মোড়ে ও বাসস্ট্যান্ড এলাকায় ও পাওয়া যাচ্ছে এই তালশাঁস। তালশাঁস বিক্রেতা মো. মহুরুল ইসলাম বলেন,প্রতিদিন ২০০ থেকে ২৫০ তাল বিক্রি হয়। এখন গরমের সময় রসালো তালশাঁসের ব্যাপক চাহিদা। সকল বয়সের মানুষেরই প্রিয় এই তালশাঁস।

আরও পড়ুনঃ পাবনার সাঁথিয়ায় একজনকে কুপিয়ে হত্যা, আ,লীগ নেতা আহত