সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ বন্দরের সংলগ্ন যুবকের লাশ উদ্ধার
- প্রকাশিত সময় ০৯:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / 45
শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দর পার্শ্বে বগুড়া নগরবাড়ি মহাসড়কের বিন্নাদাইরের পাশে সাদ্দাম হোসেন (৩৫)এক যুবকের লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ । নিহতের বাড়ি উল্লাপাড়া উপজেলায়।
এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা গেছে , গতকাল সোমবার বিকেলে বাঘাবাড়ি বিন্নাদাইর একটি ডোবার মধ্যে একটি লাশ ভেসে উঠলে এলাকাবাসি থানা পুলিশকে খবর দেয় ।
ঐ দিন বিকেলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহামুদ খান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে । এ সময় শত শত মানুষ লাশটিকে
দেখার জন্য ভীড় জমায় ।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে নিহত ব্যাক্তি একজন কাঁচামাল ব্যাবসায়ী সে পাবনার বেড়া উপজেলায় ব্যাবসার কাজে যাচ্ছিল হয়ত তার নিকট থেকে দুবৃর্ত্তরা টাকা পয়সা নিয়ে তাকে হত্যা করে ডোবাতে ফেলে রেখে দেয় ।
নিহতের যুবকের বাড়ি উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে বলে জানা গেছে ।