৮০ লাখ টাকা ব্যয়ে পাবনার ‘শহীদ সাধন সংগীত’ মহাবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি স্থাপন
- প্রকাশিত সময় ১২:২৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / 89
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ রাত, ৩০ মে ২০২২
৮০ লাখ টাকা ব্যয়ে পাবনার ‘শহীদ সাধন সংগীত’ মহাবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি স্থাপন।
বার্তা সংস্থা পিপ (পাবনা) জানায়, ৮০ লাখ টাকা ব্যয়ে ঢাকার বাইরে দেশের একমাত্র মিউজিক কলেজে ‘শহীদ সাধন সংগীত’ কলেজের নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে পাবনা সদর আসনের সাংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এই কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন।
পৌর শহরে শহীদ সাধন সঙ্গীত কলেজের চারতলা বিশিষ্ট ভবনের একতলা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
পরে সদর উপজেলার দুবলিয়ায় সাড়ে ৩৫ লাখ টাকা ব্যয়ে ছয়গড়িয়া সাত্তার মন্ডলের বাড়ি থেকে হটোরা মন্তাজের বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক রেজাউল রহিম লাল, পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, কলেজ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কলেজের অধ্যক্ষ সোহেলা পারভীন ছবি, আওয়ামী লীগ নেতা শাজাহান মামুন, সেলিম হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় সাংসদ গোলাম ফারুক প্রিন্স বলেন, বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। এজন্য মেগা প্রকল্পের সাথে তৃণমুল পর্যায়েও একের পর এক উন্নয়নকাজ করে চলেছে। শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট করে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে এই সরকার। অথচ এই উন্নয়নে গা জ্বালা শুরু হয়েছে একটি মহলের। তারা চায় না বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক। তারা নানাভাবে মিথ্যা সমালোচনা করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। সবাইকে এসব বিভ্রান্তি ও ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে।
শেখ বাকী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল : ড্যাফোডিলস ক্লাব চ্যাম্পিয়ন
সাবেক রাষ্ট্রপতি জিয়া’র ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ঈশ্বরদীতে বিএনপির র্যালি
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সিলেটে বিএনপির শোক র্যালি
সিলেটে বাংলাদেশ এবং টেইক ব্যাক বাংলাদেশ ম্যাগাজিনের মোড়ক উম্মোচন
উত্তরণ দুই বাংলা রবীন্দ্র-নজরুল কবিতা উৎসব অনুষ্ঠিত
সিংড়ায় রাতে এক কৃষকের ৬ গরু চুরি
ঈশ্বরদীতে সিপিবি’র বিক্ষোভ কর্মসূচি পালিত
পাবনা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ হেদায়েতুল্লাহ
সিংড়ায় পুকুর সংস্কারের সময় আবারও প্রাচীন মূর্তি উদ্ধার
বেড়া আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি রঞ্জন, সাধারণ সম্পাদক আবু সাঈদ